• যৌনকর্মীকে গলায় ছুরি মেরে খুন, দোষী সাব্যস্ত
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গলায় ছুরি চালিয়ে বছর ৩৪-এর এক যৌনকর্মীকে নৃশংসভাবে হত্যার দায়ে এক যুবককে দোষী সাব্যস্ত করল আদালত। দক্ষিণ ২৪ পরগনার ঢোলা থানার বাসিন্দা ওই যুবকের নাম মনিরুল ইসলাম মোল্লা (৩২)। মঙ্গলবার কলকাতার নগর দায়রার দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রুতিরূপা ঘোষ খুনের অভিযোগে মনিরুলকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে সাজা ঘোষিত হবে। এদিন দোষী সাব্যস্ত হওয়ার কথা শুনে কোর্টের লকআপে নিয়ে যাওয়ার পথে কান্নায় ভেঙে পড়েন ওই যুবক।

    এই মামলার দুই বিশেষ সরকারি কৌঁসুলি মন্দিরা বসু ও দিব্যদ্যুতি সিনহা সাংবাদিকদের জানান, ২০১৭ সালে ১ জুন খুনের ঘটনাটি ঘটে উত্তর কলকাতার বড়তলা থানার দুর্গাচরণ মিত্র স্ট্রিটে। যুবকটি প্রায়ই ওই যৌনকর্মীর ঘরে যেতেন। টাকা‑পয়সা ও বিভিন্ন বিষয় নিয়ে বিবাদের জেরে ঘটনার দিন রাতে যৌনকর্মীকে খুন করে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার দু’দিন পর  ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিস প্রত্য‌ক্ষদর্শীদের বয়ান ও সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিস রক্তমাখা ছুরিটিও উদ্ধার করে। খুনের তদন্ত শেষ করে তদন্তকারী পুলিস অফিসার রনি অধিকারী আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট পেশ করেন। মামলায় সাক্ষ্য দেন ২৫জন। একাধিকবার জামিনের আর্জি নাকচ হওয়ায় জেল হেফাজতে রেখেই চলে ধৃতের বিচার।
  • Link to this news (বর্তমান)