জানুয়ারির মধ্যে চালু হবে ধাপার নয়া জলপ্রকল্প, আশা ফিরহাদের
বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে কলকাতার মধ্য, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও সংযুক্ত অঞ্চলে পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে চায় কলকাতা পুরসভা। তাই আগামী বছরের শুরুতেই ধাপায় নয়া জলপ্রকল্প চালুর প্রস্তুতি শুরু হয়েছে। জানুয়ারির মধ্যেই তা তৈরি হয়ে যাবে, চালুও করে দেওয়া যাবে বলে দাবি। মঙ্গলবার ধাপায় জল উৎপাদন প্রকল্পের কাজ খতিয়ে দেখার পর এ বিষয়ে আশাপ্রকাশ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
বর্তমানে এই জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে। এটি তারই সম্প্রসারিত অংশ হতে চলেছে। পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগকে এই ডেডলাইন ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন মেয়র। এদিন পরিদর্শনে যান তিনি তারপর বলেন, ধাপায় প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন জল উত্তোলন হয়। আরও ২০ মিলিয়ন গ্যালন জলের জন্য প্লান্ট তৈরির কাজ চলছে। এটি চালু হলে তপসিয়া থেকে ইএম বাইপাসের পাশের বিভিন্ন এলাকা যেমন যাদবপুর, টালিগঞ্জের বিভিন্ন অংশের বাসিন্দারা উপকৃত হবেন। বর্তমানে ধাপায় চালু থাকা প্রকল্প থেকে শহরের পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ ও সংযুক্ত এলাকার একাংশে জল সরবরাহ হয়। তবে কলকাতার জনসংখ্যা বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। এই পরিস্থিতিতে প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ধাপার প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৩২ কোটি টাকা।
এই জলপ্রকল্প চালু হলে মাঠপুকুর, ধাপা, কসবা, তপসিয়া, তিলজলা, গরফা, মুকুন্দপুর, নয়াবাঁধ, যাদবপুরের একাংশ সহ শহরের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবে। জানা গিয়েছে, প্রকল্পের সিভিল ওয়ার্ক অর্থাৎ প্লান্টের বিল্ডিং বা কাঠামো তৈরির কাজ প্রায় শেষ। কয়েকদিনের মধ্যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক অর্থাৎ মেশিন বসানো থেকে শুরু করে ইলেকট্রিকের যাবতীয় কাজ করা হবে।
একইভাবে গড়িয়া ঢালাই ব্রিজেও ১০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের কাজ চলছে। মেয়র জানান, এই দু’টি প্রকল্প চালু হয়ে গেলে কলকাতায় আর পানীয় জলের সমস্যা থাকবে না। ডিপ টিউবওয়েলের প্রয়োজনীয়তাও কমে যাবে।