• স্বামীর সঙ্গে ঝগড়া, রাগে ২ বছরের সন্তানকে খুন? মালদায় শোরগোল
    এই সময় | ১৩ আগস্ট ২০২৫
  • সংসারে নিত্য অশান্তি। রাগে দুই বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের আহোড়া এলাকায়। অভিযুক্ত বধূর নাম জনকা সরকার (২২)। সন্তানকে খুনের পরে কীটনাশক খেয়ে এবং হাত ও গলার শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। যদিও পরিবারের তৎপরতায় তাঁর প্রাণ বাঁচে। আপাতত তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশের নজরদারিতে রয়েছেন তিনি। ইতিমধ্যেই জনকার বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামী গণেশ সরকার। 

    প্রতিবেশীরা জানান, হামেশাই জনকা এবং গণেশের অশান্তি হতো। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। দুপুরে খাওয়ার সময়ে রান্না করা নিয়ে গোলমাল বাধে স্বামী এবং স্ত্রীর মধ্যে। বিকেলে অশান্তির পরে গণেশ বাড়ি থেকে বেরিয়ে যান। এর পরেই ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন জনকা, অভিযোগ এমনটাই। তাঁর নিজের শরীরেও একাধিক কাটার দাগ পাওয়া গিয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে জনকা জানান, তিনি কীটনাশকও খেয়েছেন। ছেলেকে খুন করার কথা স্বীকারও করেন তিনি।

    জনকাকে এবং তাঁর শিশুটিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন স্থানীয়রা। সেখানেই চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত জনকা চিকিৎসাধীন। এ দিকে অভিযোগ পেয়ে সমস্তদিক খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্তকারীদের অনুমান, ওই মহিলা হয়তো  আংশিক মানসিক ভারসাম্যহীন। যদিও এই নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন তাঁরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানাচ্ছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

  • Link to this news (এই সময়)