নবান্ন অভিযানে পুলিশের উপর আক্রমণ! সজল ঘোষ-অশোক দিন্দাদের নোটিস লালবাজারের
প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৫
অর্ণব আইচ: নবান্ন অভিযানের মিছিল থেকে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে! কলকাতা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই দাবি করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের পক্ষ থেকে ছয় বিজেপি নেতাকে নোটিস পাঠানো হচ্ছে। সজল ঘোষ, তমোঘ্ন ঘোষ, বিধায়ক অশোক দিন্দা, ভোলা শংকর, কুশল পাণ্ডে ও কমলজিৎ সিংহকে নোটিস পাঠানো হচ্ছে বলে খবর।
আর জি কর কাণ্ডের একবছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মিছিলের একাধিক জায়গা থেকে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশও প্রতিরোধ করেছিল। এদিন সাংবাদিক বৈঠক করে জানান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার হেড কোয়ার্টার মিরাজ খালেদ ও গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। সেদিনের ঘটনায় মোট পাঁচজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানানো হয়েছে। পুলিশের উপর আক্রমণের একাধিক ভিডিও ও ফুটেজ দেখানো হয় লালবাজার থেকে।
গত ৯ আগস্ট অভয়ার বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। বঙ্গ বিজেপির তরফে সেই মিছিলকে সমর্থন করে পথে নামা হয়েছিল। শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা মিছিলে শামিল হয়েছিলেন। এদিন সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবান্ন অভিযানের কোনও অনুমতি চাওয়া হয়নি। সমাজ মাধ্যমের থেকে পুলিশ এই অভিযানের কথা জানতে পারে। কলকাতা হাই কোর্টের কথা মেনে কলকাতা পুলিশ মিছিলের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করে দিয়েছিল।
পুলিশের পক্ষ থেকে এদিন জানানো হয়, ডোরিনা ক্রসিংয়ের কাছে এসে সেই মিছিলের অভিমুখ বদল করা হয়েছিল। নির্ধারিত পথে না গিয়ে চৌরঙ্গীর দিকে মিছিল এগোতে থাকে। প্রায় ৫০০ জন সেখানে জড়ো হয়েছিল। পুলিশ পথ আটকালে তাদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে পুলিশকে আক্রমণ প্রতিহত করতে হয়। মিছিল থেকে আক্রমণের জেরে পাঁচ পুলিশ কর্মী জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপর হামলার একাধিক ফুটেজ ও ছবি এদিন আধিকারিকদের তরফে দেখানো হয়। সেদিনের ঘটনায় বিজেপি বিধায়ক অশোক দিন্দা, বিজেপি কাউন্সিলর তমোঘ্ন ঘোষ, উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ মোট ছ’জনকে নোটিস পাঠানো হচ্ছে বলে খবর।