উত্তর ২৪ পরগনায় প্রথমবার! ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, ক্যাম্পে বুথের চার্ট ও ম্যাপ করলেন বাসিন্দারা
প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৫
অর্ণব দাস, বারাসত: ”আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে আধিকারিদের সঙ্গে যোগ দিয়ে নিজের পাড়া অর্থাৎ বুথের তথ্যের চার্ট ও ম্যাপ তৈরি করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দেগঙ্গা ব্লকের আমুলিয়া পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথে কর্মসূচি ছিল। সেখানে আধিকারিকদের সঙ্গে এই কাজ করেন স্থানীয়রা। এমন উৎসাহ রাজ্যের প্রথম কি না, বলতে না পারলেও জেলায় প্রথম বলেই দাবি বিডিওর। এমন কাজে যোগ দিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি গ্রামবাসীরা।
দেগঙ্গা ব্লকের আমুলিয়া পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথে সরকারি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমবেশী আড়াইশো জন গ্রামবাসী। অধিকারীকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চার্ট ও সেই তথ্যের ভিত্তিতে মানচিত্র তৈরি করে ফেলেন। সেই তথ্যে উঠে এসেছে― গ্রামের মোট জনসংখ্যা ১৮৭২জন, পুরুষ ৯৬২, মহিলা ৯১০, মোট পরিবার ৪৯২, প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্র রয়েছে ১টি করে।
এই কর্মসূচিতে জানা গিয়েছে, বুথ এলাকায় পাঁকা রাস্তা দেড় কিমি, ঢালাই রাস্তা এক কিমি ২০০মিটার, কাঁচা রাস্তা ২৫০মিটার, পাকা ড্রেন ২টি, কাঁচা ড্রেন ৪টি, সরকারি টিউবওয়েল ১২টি, সোলার চালিত জল প্রকল্প ২টি, মোট জলাশয় ১১টি, সরকারি বাড়ি প্রাপক ৫৫জন, হাট বাজার ১টি, নল বাহিত পানীয় জল না থাকায় পানির জলের উৎস মূলত টিউবওয়েল।
ম্যাপ তৈরির পর পাড়ায় কী প্রয়োজন তাও জানালেন গ্রামবাসীরা। ৩টি রাস্তা-সহ কাঁচা রাস্তা পাকা করা, একটি নিকাশির নালা, স্ট্রিট লাইটের ব্যবস্থা করার আবেদন জমা পড়েছে। সঙ্গে প্রাথমিক বিদ্যালয় রং করে সৌন্দর্যায়ন করার পাশাপাশি একটি সাইকেল রাখা শেড তৈরি আবেদনও করেছেন গ্রামবাসীরা। বিডিও ফাহিম আলম জানিয়েছেন, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে জেলায় এই প্রথম বুথ ভিত্তিক তথ্য চার্ট ও ম্যাপ তৈরি হয়েছে। হাতের কাছে সব তথ্য থাকায় গ্রামবাসীর আবেদনগুলো কোন এলাকার জন্য করা হয়েছে, সেটা দ্রুত চিহ্নিত করে কাজ শুরু করাটা সহজ হবে। গাইডলাইন অনুযায়ী নভেম্বরে কাজ শুরু হয়ে জানুয়ারি মাসে মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে একেবারে বুথ ভিত্তিক উন্নয়ন পৌঁছে দিতে গত ২ আগস্ট থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতে ক্যাম্পে এসে গ্রামের মানুষরাই তাদের এলাকার কী কী উন্নয়ন প্রয়োজন তার আবেদন করছেন। যাতে বিপুল সাড়া মিলিছে।