সঞ্জিত ঘোষ, নদিয়া: সাপলা তুলতে গিয়ে ডোবায় তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই বালিকার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরের বীরনগরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরনগরের দিঘিরপাড় এলাকায় একটি ডোবা আছে। স্থানীয় তিন বালিকা আজ, মঙ্গলবার দুপুরে ওই ডোবায় স্নান করতে নামে। তারা কেউই সাঁতার জানত না বলে খবর। ডোবায় নামার পর সেখানে সাপলা ফুল দেখতে পেয়ে সেগুলি তুলতে চেষ্টা করে তারা। পাড়ের থেকে একটু দূরে যেতেই তারা তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখে দ্রুত উদ্ধারের কাজে নামে। প্রথমে একজনকে জল থেকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে ডোবা থেকে আরও দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই বালিকার বয়স ৮ ও ১১ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীরনগর থানার পুলিশ। ঠিক কী কারণে ওই ঘটনা ঘটল, তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ডোবাটি অনেক গভীর, তিনজনের কেউই সাঁতার জানত না। ফলে এমন মর্মান্তিক পরিণতি ঘটে। মৃত্যুর খবরে কান্নার রোল উঠেছে ওই পরিবারের সদস্যদের মধ্যে। স্থানীয়রাও শোকে মুহ্যমান। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।