• বাগানে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে ধর্ষণ, যুবককে যাবজ্জীবন কারাদণ্ড শোনাল বারুইপুর আদালত
    প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারুইপুর আদালত। মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এই রায় ঘোষণা করেন। সঙ্গে নাবালিকাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৭ শে মে দক্ষিণ ২৪ পরগনায় দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তুলে অভিযোগ দায়ের হয়। বকুলতলা থানা নতুনহাট এলাকায় শাজাহান মোল্লা নামে এক ব্যক্তি অভিযোগ জানান। হোসেন মোল্লা নামে এক যুবক দুই নাবালিকাকে কাছের সবেদা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। জানা যায়, দুই নাবালিকার সঙ্গে আরও একজন ছিল, সে কোনও মতে পালিয়ে বাঁচে। কিন্তু নির্যাতনের শিকার হয় দুই নাবালিকা। নির্যাতন চালানোর পর দুই নাবালিকাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

    তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই যুবককে। একাধিক তথ্য প্রমাণ আদালতে পেশ করে পুলিশ। নেওয়া হয় অনেকের বয়ান। পাঁচবছর ধরে মামলা চলে। অবশেষে অবশেষে মঙ্গলবার রায় দেয় আদালত। দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। দুই নাবালিকার পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)