টানা বৃষ্টির জেরে জল জমে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এরই মধ্যে কলকাতার সানি পার্কে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৭৫ বছরের এক বৃদ্ধের। মৃত স্বরূপ মুখোপাধ্যায় কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। তৎপর হয়েছে কলকাতা পুরসভাও।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন স্বরূপবাবু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৬ আগস্ট তাঁর ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেই সময় তাঁর প্লেটলেট ছিল মাত্র ৩৫ হাজার, যা দ্রুত কমে হয় ১২ হাজার। শেষপর্যন্ত হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
৭ আগস্ট কলকাতা পুরসভার কাছে ডেঙ্গু সংক্রমণের খবর পৌঁছনোর পরই তৎপরতা শুরু হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের বাড়ির পাশেই একটি নির্মীয়মাণ আবাসন রয়েছে, যেখানে লাগাতার বৃষ্টির ফলে জল জমে রয়েছে। পুরসভার দাবি, ওই জমা জলে এডিস মশার লার্ভা মিলেছে।
ঘটনার পরেই এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে প্রবল উদ্বেগ। তবে আতঙ্ক না ছড়িয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে পুরসভা। পুর আধিকারিকেরা জানিয়েছেন, আক্রান্তের বাড়ি সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশি, লার্ভা নিধন, ফগিং এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে বাসিন্দাদেরও জল জমতে না দেওয়ার ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।