• পুলিশি হেনস্থার দায়ে হাজিরার নির্দেশ বিজেপি নেতা অশোক দিন্দাকে
    দৈনিক স্টেটসম্যান | ১৩ আগস্ট ২০২৫
  • অভয়া কাণ্ডের এক বছর হওয়ার পরে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। অরাজনৈতিক অভিযানের ডাক দেওয়া হলেও মিছিলে বেশিরভাগ ছিলেন বিজেপি নেতারা। গত ৯ আগস্ট নবান্ন অভিযানের সময় পুলিশদের কটূক্তি ও হেনস্থার অভিযোগ ওঠে বিজেপি নেতা অশোক দিন্দার বিরুদ্ধে। সেই অভিযোগে নিউ মার্কেট থানায় ১৭ আগস্ট তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবান্ন অভিযানের দিন পার্ক স্ট্রিট এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় অভিযানে উপস্থিত বিজেপি নেতা-কর্মীদের। এই সময় অশোক দিন্দা পুলিশের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পুলিশদের হুমকি পর্যন্ত দেন তিনি। এরপরে পুলিশ অশোক দিন্দার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই নিউ মার্কেট থানার পুলিশ বিজেপি নেতাকে হাজিরার নির্দেশ দেন। পুলিশ সূত্রে বলা হয়, অশোক দিন্দা শুধুমাত্র যে পুলিশকে হুমকি দিয়েছেন তা নয়, হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছেন তিনি। জানা গিয়েছে, শুধু অশোক দিন্দা নয় আরও কয়েকজন বিজেপি নেতাদের নামে এফআইআর দায়ের করা হয়েছে।

    প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের এক বছর হওয়ার পরেও বিচার মেলেনি অভয়ার। এই কারণে গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেন নির্যাতিতার বাবা-মা। এরপরেই সেই অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় অভিযানকারীদের। ঘটনাস্থলে নির্যাতিতার মায়ের কপালে আঘাতও লাগে। এই প্রসঙ্গে অভয়া মঞ্চের সদস্যরা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের দায়ী করে। অভিযোগ দায়িত্ব নিয়ে অভয়ার বাবা-মাকে নিয়ে যাওয়া উচিত ছিল। নবান্ন অভিযানের দিন ধস্তাধস্তিতে পুলিশের বেশ কিছু কর্মীরাও আহত হয়। এবার পুলিশকে হেনস্থা করার দায়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতাকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)