PM Modi in Kolkata: চলতি মাসেই উত্তর ২৪ পরগনার দমদমে প্রধানমন্ত্রীর জনসভা হতে পারে। আগামী ২৩ অগাস্ট শহরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে মিলেছে এই খবর। প্রাথমিকভাবে সভার তারিখ ছিল ২০ অগাস্ট। কিন্তু ২১ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতেই ব্যস্ত থাকবেন। সম্ভবত সেই কারণেই তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে এই প্রস্তাব এখনও প্রধানমন্ত্রী দফতরের চূড়ান্ত ছাড়পত্র পায়নি।
পাঁচ মাসে পাঁচ সভার পরিকল্পনা
বছর ঘুরলেই রাজ্য়ে নির্বাচন। তার আগে চলতি বছরের বাকি পাঁচ মাসে প্রতি মাসে একটি করে, মোট পাঁচটি জনসভা করতে পারে রাজ্য বিজেপি। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই পরিকল্পনা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তবে প্রতিটি জনসভাতেই প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
দক্ষিণ ও উত্তরবঙ্গ, দুই দিকেই নজর
রাজ্য বিজেপির অন্দরমহলের খবর, উত্তর ও দক্ষিণ রাজ্যের দুই প্রান্ত মিলিয়েই প্রধানমন্ত্রীর একাধিক সভা করার পরিকল্পনা রয়েছে। আসন্ন ২০২৬ সালের নির্বাচনের আগে এই সভাগুলি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চলতি বছরে মোদীর দুই সভা
চলতি বছর মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দুইটি সভা করেছেন প্রধানমন্ত্রী। দুই সভাতেই তৃণমূল সরকারকে নিশানা করেন মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি, মহিলাদের উপর অপরাধের সংখ্যা বৃদ্ধি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বারবার অশান্তি ও দাঙ্গা পরিস্থিতি তৈরির অভিযোগ আনেন তিনি।
দমদমের সভা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এখন নজর প্রধানমন্ত্রী দফতর কি সিদ্ধান্ত নেয়, সেই দিকে। সবুজ সংকেত মিললেই ২৩ অগাস্ট, শনিবার দমদমে সভায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।