• নিম্নচাপের জেরে কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে? স্পেশাল বুলেটিন
    আজ তক | ১৩ আগস্ট ২০২৫
  • উত্তরবঙ্গে টানা ভারী বর্ষণের কোনো বিরতি নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ধসের আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে কিছুদিনের বিরতির পর ফের ঘনিয়ে আসছে নিম্নচাপজনিত দুর্যোগ।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। আগামী কয়েকদিনে নিম্নচাপটি শক্তি বাড়াবে বলে অনুমান, যার ফলে বাংলা ও সংলগ্ন ওড়িশার উপকূল উত্তাল থাকতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    দক্ষিণবঙ্গের পূর্বাভাস
    বুধবার থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০ সেমি-র বেশি বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে সিকিমসহ একাধিক জেলায়। লাগাতার বৃষ্টিতে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

    কলকাতার আবহাওয়া
    আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে জলীয় বাষ্পের কারণে দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি, আর সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।
     
  • Link to this news (আজ তক)