• 'মুঝকো পিনা হ্যায় পিনে দো', দুর্গাপুরে বিজেপির কর্মীসভায় মিঠুনকে স্বাগত জানাতে বেজে উঠল এই গান...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঞ্চে তখনও আসেননি 'জাত গোখরো' মিঠুন চক্রবর্তী। স্পিকারে বেজে উঠল গান, 'মুঝকো পিনা হ্যায় পিনে দো'। ঘটনাস্থল শিল্পাঞ্চল দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে আয়োজিত বিজেপির কর্মীসভা। যা শুনে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়, 'ভোট চাইবার আগে এখন বোতল চাইছে বিজেপি।' 

    ঘটনা হল যে গানটি এদিন বাজানো হয়েছে বলে জানা গিয়েছে সেই গানটি হল ১৯৯৩ সালের মিঠুন অভিনীত বলিউডের ছবি 'ফুল অউর অঙ্গার' সিনেমার একটি গান। গানের মূল বিষয়টি ছিল রাগ-হতাশায় ডুবে গিয়ে ছবির নায়ক নেশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছেন। কিন্তু সেটা ছিল সেলুলয়েডের পর্দায়। বাস্তব জীবনের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই।‌ মঙ্গলবার এই গান দুর্গাপুরে বিজেপির কর্মী সভায় বাজানোর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। চড়তে থাকে রাজনৈতিক পারদ। তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় রাজনৈতিক দলের অনুষ্ঠানে এই ধরনের গান বাজানোর প্রতিবাদ জানিয়ে বলেন, 'ভোট চাইবার আগে এখন বোতল চাইছে বিজেপি। দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এবার গান শুনে পুরোপুরি দুলে যাবে।' পাশাপাশি সাধারণ মানুষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনীতির মঞ্চে মদ্যপানের গান বাজানোর অর্থ হল মানুষের সমস্যাকে উপহাস করা।' জোরালো প্রতিবাদ করে বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, 'গান মানেই নেশা নয়। এটা শুধুই বিনোদনের জন্য বাজানো হয়েছে।' তৃণমূল কংগ্রেসের এক মহিলা সাংসদের দিকে আঙুল তুলে অভিজিৎ বলেন, 'তিনি দিল্লিতে কী করেছেন সেটা সবাই দেখেছেন। আর এখানে তৃণমূল রাজনীতির কিছু না পেলেও গানে রাজনীতি খুঁজে পাচ্ছে।' 

    এদিন নেতাজি ভবনে কর্মী সভার শেষে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয় বাংলাভাষী ও ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের নিয়ে। 'মহাগুরু'র দাবি, এরকম সারাদেশে কোথাও হচ্ছে না। আমার উটির হোটেলে দেড়শো পরিযায়ী শ্রমিক কাজ করেন। মুম্বাইয়ে পাঁচজন বাঙালি শিল্পী গান গাইছেন। এর পাশাপাশি তিনি বলেন, বিজেপি হল 'হিন্দু'দের রাজনৈতিক দল। সেইসঙ্গে তাঁর দাবি, দলে ছোটখাট কিছু সমস্যা ছিল। সেটা মিটিয়ে ফেলা হয়েছে। 

    যদিও বাঙালিদের উপর ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে না বলে মিঠুন দাবি করলেও দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিভিন্ন ঘটনার কথা সামনে আসছে। কখনও তাঁদের তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি সন্দেহে মারধর আবার কখনও আটকে রাখা। একের পর এক অভিযোগ উঠে আসছে। সম্প্রতি হরিয়ানা থেকে ১০০-র বেশি পরিযায়ী শ্রমিক এরাজ্যে ফিরে এসেছেন। রাজ্য ছাড়াও দিল্লিতেও বিষয়টি নিয়ে সরব হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। 

    উল্লেখ্য, কাজের খোঁজে যাওয়া ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর দিন দিন বেড়ে চলেছে অত্যাচার। বাংলাদেশি সন্দেহে কখনও তাঁদের তুলে নিয়ে গিয়ে আবার কখনও তাঁদের বাড়ি এসে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেইসঙ্গে চলছে মারধর। পরিচয়পত্র দেখিয়ে বা নাগরিকত্বের প্রমাণপত্র দেখানোর পরেও সন্দেহ যাচ্ছে না। অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিদিনই কোনও না কোনও শ্রমিক ফিরে আসছেন এরাজ্যে তাঁদের বাড়িতে। ইতিমধ্যেই রাজ্যের পুলিশ এবিষয়ে চালু করেছে একটি হেল্পলাইন। এর বিরুদ্ধে সরব হয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু তাও ভিন রাজ্যে এই অত্যাচার বন্ধ করা যাচ্ছে না।
  • Link to this news (আজকাল)