• আরজি করের নির্যাতিতার মাকে পুলিশ মেরেছে, এখনও তার প্রমাণ পাওয়া যায়নি, বলল লালবাজার
    এই সময় | ১২ আগস্ট ২০২৫
  • আরজি করের নির্যাতিতার মাকে পুলিশ মেরেছে, এমন প্রমাণ এখনও হাতে পায়নি লালবাজার। মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) মীরাজ খালিদ বলেন, ‘এখনও পর্যন্ত আমাদের কাছে যে ভিডিয়ো ফুটেজ আছে, তাতে নির্যাতিতার মাকে পুলিশ মারছে এমন কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আপনাদের কারও কাছে যদি তেমন ভিডিয়ো ফুটেজ বা ছবি থাকে, আমাদের দিয়ে সাহায্য করুন।’ একই সঙ্গে জয়েন্ট সিপি জানান, যে মামলা পুলিশ রুজু করেছে, তার ভিত্তিতে ৬ জন নেতাকে নোটিস পাঠানো হয়েছে।

    গত ৯ অগস্ট আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনার বছর পার হলো। সে দিন নবান্ন অভিযান করে বিভিন্ন সংগঠন। নবান্ন অভিযানে পা মেলান নির্যাতিতার বাবা, মা। সেই মিছিলেই নির্যাতিতার মাকে পুলিশ লাঠি দিয়ে মারে বলে অভিযোগ ওঠে।

    সোমবার শেক্সপিয়র সরণি থানায় ই-মেল করে লিখিত ভাবে অভিযোগও জানান নির্যাতিতার বাবা। তিনি লেখেন, এক পুলিশকর্মী তাঁর স্ত্রীর মাথা ও পিঠের উপরে লাঠি দিয়ে আঘাত করেন। হাতের শাঁখাও ভেঙে যায়।

    মীরাজ খালিদ বলেন, ‘উনি আহত হয়েছেন, খুবই দুর্ভাগ্যজনক। তবে মাটিতে ফেলে মারার যে অভিযোগ করা হচ্ছে, তা ভিডিয়ো ফুটেজে এখনও দেখা যায়নি। আমরা অনেকটাই ফুটেজ খতিয়ে দেখেছি। কোথাও এ রকম দেখা যায়নি, পুলিশ তাঁকে মাটিতে ফেলে মারধর করছে। এখনও পর্যন্ত তেমন কিছু পাইনি আমরা।’

    একই সঙ্গে খালিদ জানান, নবান্ন অভিযানের জন্য কোনও অনুমতি নেওয়া ছিল না। সোশ্যাল মিডিয়া দেখে নবান্ন অভিযানের কথা জানতে পারে পুলিশ। হাইকোর্টের নির্দেশে বিকল্প জায়গার কথা বলা হলেও, আচমকাই মিছিলের রুট বদল করা হয়। রানি রাসমণি অ্যাভিনিউ ছেড়ে অন্য দিকে মোড় নেয় সেই মিছিল। পুলিশ বার বার বললেও, কথা শোনা হয়নি। উল্টে পুলিশকে মারা হয়। কয়েক জন আহতও হন।

    এ দিকে এফআইআর দায়ের নিয়ে হেনস্থার অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার বাবা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অভিযোগও জানান ইমেল মারফত। তাঁর বাবার বক্তব্য ছিল, প্রথমে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করতে বলা হয় তাঁকে। পরে শেক্সপিয়র সরণি থানা থেকে পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তার আট মিনিট পরে আরও একটি ইমেলে শেক্সপিয়র সরণি থানার পুলিশই বলে নিউ মার্কেট থানায় যোগাযোগ করতে। এ বিষয়ে মীরাজ খালিদ বলেন, ‘নিউ মার্কেট থানায় অভিযোগ রিসিভ হয়েছে।’

  • Link to this news (এই সময়)