ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাত কমিশনের। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত চার আধিকারিককে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়েছিল কমিশন। তার কিছুই মানা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন আধিকারিকরা। সেই বিষয়ে জানতে চেয়ে মুখ্যসচিবকে তলব করল কমিশন।
নবান্ন সূত্রে খবর, সেই তলবের জবাবে বুধবার দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থ। ঘনিষ্ঠ মহলে মুখ্যসচিব জানিয়েছেন, ‘যখন ডেকেছে তখন যেতেই হবে।’ বুধবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মনোজ পন্থ বলে জানা গিয়েছে। রাজ্য কেন আধিকারিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত করছে? তার গোটা ব্যাখ্যাই তিনি আগামিকাল জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানাবেন বলেই নবান্ন সূত্রে খবর।
উল্লেখ্য, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল কমিশন। গত ৫ অগস্ট চিঠি মারফত মুখ্যসচিবকে কমিশন নির্দেশ দিয়েছিল যে, অবিলম্বে ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ERO এবং AERO–কে সাসপেন্ড করতে হবে। কমিশনের নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পষ্ট করে দেন, কাউকে শাস্তি দেওয়া হবে না।
গত শুক্রবার ফের কমিশনের তরফে চিঠি পাঠানো হয় মুখ্যসচিবকে। নির্দেশ কার্যকর করে সোমবার তিনটের মধ্যে জানানোর কথা বলেছিল কমিশন। কিন্তু সোমবার চিঠি পাঠিয়ে মুখ্যসচিব কৌশলগত ভাবে জানান, ময়না কেন্দ্রের অভিযুক্ত AERO এবং ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নবান্ন। কমিশনের নির্দেশ মতো পদক্ষেপ নেওয়া হয়নি দেখে মুখ্যসচিবকে তলব করল কমিশন।