• নবান্ন অভিযানে স্ত্রীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, এফআইআর দায়ের অভয়ার বাবার
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগ। এবার শেক্সপিয়র সরণি থানায় এফআইআর করলেন অভয়ার বাবা। সেখানে তিনি দাবি করেছেন, অভিযানের মাঝে তাঁর স্ত্রীক হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। মাথা ও পিঠেও আঘাত করে পুলিশ।

    আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়েছে একবছর। তবে যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে গত ৯ আগস্ট সিবিআই-এর উপর চাপ তৈরির লক্ষ্যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। গত শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। সেখানে ছিলেন অভয়ার মা-বাবাও। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। বিজেপির দাবি ছিল, পুলিশের মারে জখম হয়েছেন অভয়ার মা। অভয়ার বাবা অভিযোগ জানান, তাঁকেও পুলিশের মার খেতে হয়েছে।

    বিজেপির এই অভিযোগকে ‘ডাহা মিথ্যে’ বলে তীব্র আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। শনিবার সাংবাদিক বৈঠকে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “অভয়ার মা-বাবাকে যেভাবে রাজনীতি ব্যবহার করল বিজেপি, তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি নেতা ‘ন্যাড়া নাড়ু’ নিজের মুখ ক্যামেরায় দেখাবে বলে অভয়ার মাকে ঠেলে ফেলে দেয়। তাঁদের মবের মুখে ফেলে দেওয়া হয়েছে। নোংরামো করেছে বিজেপি।” এই নিয়ে প্রবল চাপানউতোরের মাঝে এবার পুলিশের বিরুদ্ধে এফআইআর করলেন অভয়ার বাবা।
  • Link to this news (প্রতিদিন)