• ‘ব্রহ্মস ছোবল মারবে পাকিস্তানকে’, ভারতকে যুদ্ধ-বার্তা দেওয়া বিলাওয়ালকে হুঁশিয়ারি ‘জাত গোখরো’র
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পালটায় অপারেশন সিঁদুর তরজা জারি এখনও। দু’দেশের মধ্যে ‘রণং দেহি’ আবহে ইতি পড়েনি এখনও। সে দেশের তরুণ রাজনীতিক তথা প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সদ্যই ফের যুদ্ধের হুমকি দিয়েছেন। পাকিস্তানের জনতাকে সঙ্গে নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধে নামা ছাড়া উপায় থাকবে না, এমন মন্তব্য শোনা গিয়েছে। এবার বিলাওয়ালের সেই হুঁশিয়ারির পালটা দিতে ‘ফণা’ তুললেন ‘জাত গোখরো’! মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে এসে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী বললেন, ”বিলাওয়াল যদি এসব কথা বলতে থাকে, তাহলে আমাদের ধৈর্য হারিয়ে যাবে। একের পর এক ব্রহ্মস ছোড়া হবে।”

    এদিন বাংলায় একাধিক কর্মসূচি নিয়ে এসেছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখ হয়ে তিনি পাক নেতা বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের পালটা হুঁশিয়ারি দেন। ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পথ থেকে বিলাওয়াল সরে না এলে পাকিস্তানকে নিশানা করে একের পর এক ব্রহ্মস মিসাইল ছোড়া হবে বলে জানান তিনি। এছাড়া সিন্ধু জলচুক্তি নিয়ে দু’দেশের মধ্যে চাপানউতোরের মাঝে সীমান্তে বাঁধ নির্মাণ নিয়েও মিঠুনের সরস মন্তব্য, ”এমন একটা বাঁধ বানাব, যেখানে ১৪০ কোটি ভারতীয় প্রস্রাব করে দিলে পাকিস্তান এমনিই ভেসে যাবে।”

    উল্লেখ্য এই বাঁধ নির্মাণ নিয়েই ভারতকে চ্যালেঞ্জ করেছিলেন বিলাওয়াল ভুট্টো। যুদ্ধের হুমকি দিয়ে তিনি বলেন, “যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু নদীর উপর কোনওরকম কাটাছেঁড়া করেন তাহলে তা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আমাদের সভ্যতার উপর হামলা।” পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী আরও বলেন, “যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদির মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব আমরা।”

    ভোটপ্রচারের ময়দানে ‘মহাগুরু’র উত্তেজনাকর সব মন্তব্য সর্বজনবিদিত। ‘রিল’ লাইফের সংলাপ তিনি ‘রিয়েলে’ও বলে থাকেন। তাতে দল ও ভোটাররা চাঙ্গা হতে পারে। কিন্তু ভোটযুদ্ধে বিজেপির পারফরম্যান্স অন্তত বাংলার ক্ষেত্রে বেশ দুর্বল। এবার ‘জাত গোখরো’ মিঠুন পাকিস্তানের উদ্দেশেও রীতিমতো ফিল্মি সংলাপই ছুড়ে দিলেন। 
  • Link to this news (প্রতিদিন)