বাঁকুড়ায় তৃণমূল নেতা ‘খুনে’ গ্রেপ্তার ২, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য
প্রতিদিন | ১২ আগস্ট ২০২৫
অসিত রজক, বিষ্ণুপুর: তৃণমূল নেতা, কনভেনর সেকেন্দার খানের ‘খুনে’র ঘটনায় গ্রেপ্তার ২। ধৃত দু’জনের নাম ইব্রাহিম শেখ ও খাসিম শেখ। পুলিশ ধৃতদের জেরা করে আরও তথ্য পেতে চাইছে। আর কারা ঘটনার সঙ্গে জড়িত? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
গতকাল, সোমবার রাতে সোনামুখীর চকাই এলাকায় তৃণমূল নেতাকে গুলি করে ‘খুন’ করা হয়। জানা গিয়েছে, এলাকায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই পরিচিত এই সেকেন্দার। এলাকার ভোটের দায়িত্বও তিনি সামলাতেন। প্রতিদিন সন্ধেবেলা এই তৃণমূল নেতা বাজার এলাকায় পরিচিত-বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করতে যান। সোমবারও তিনি সেখানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে গুলি করা হয়। বাইকে করে এসে দুষ্কৃতীরা তিনটি গুলি করেছিল। ওই তৃণমূল নেতার মাথা ও পিঠে গুলি লেগেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় চলে তল্লাশি। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইব্রাহিম শেখ ও খাসিম শেখকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ধৃতরা সম্পর্কে ওই এলাকার প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের ছেলে। তাহলে রাজনৈতিক কারণেই খুন? সেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি ড্রেন তৈরি নিয়ে নাসিম শেখ ও সেকেন্দার খানের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল কয়েক মাস আগে। সেই বিবাদ থেকেই কি এই ঘটনা? তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খুনের পরই নাসিম শেখ ও তাঁর পরিবার, আত্মীয়রা এলাকা ছেড়েছেন। পুলিশ তল্লাশি চালিয়ে ইব্রাহিম ও খাসিমকে পাকড়াও করে। বাকিদেরও খোঁজ চলছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অকুস্থল ঘিরে রাখা হয়েছে। এলাকাতেও পুলিশ পোস্টিং আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।