• চাকরিহারা শিক্ষকদের অন্যত্র নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার
    দৈনিক স্টেটসম্যান | ১২ আগস্ট ২০২৫
  • ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) বাতিল হওয়া প্যানেলের চাকরিহারা শিক্ষকদের পুরনো সরকারি চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে শুরু করেছে নবান্ন। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে ২০ জন প্রাক্তন শিক্ষককে তাঁদের পুরনো সরকারি দপ্তরে পুনর্বহালের সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।

    সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন দপ্তরে এমন চাকরিতে ফেরার আবেদন জমা পড়েছে প্রায় সাড়ে চার হাজার। আবেদনকারীদের মধ্যে অনেকেই আগে স্বরাষ্ট্র, বিদ্যুৎ বা বিপর্যয় মোকাবিলা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ সরকারি ও আধা-সরকারি পদে কর্মরত ছিলেন। শিক্ষকতার চাকরির জন্য তাঁরা সেই সব পদ ত্যাগ করেছিলেন।

    বাতিল হওয়া এসএসসি প্যানেলের কারণে তাঁদের শিক্ষকতার চাকরিও বাতিল হয়ে যায়, ফলে তাঁরা কার্যত বেকার হয়ে পড়েন। এবার সেই শিক্ষকদের পুরোনো চাকরিতে ফেরাতে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরগুলিকে চিঠি পাঠানো হয়েছে। সূত্রের খবর, এই প্রক্রিয়া অনুযায়ী প্রতিটি আবেদন যাচাই-বাছাই করে পদক্ষেপ করা হচ্ছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্দেশ দেয়, যাঁরা ২০১৬ সালের এসএসসি-র আগে কোনও সরকারি, স্বশাসিত বা আধা-সরকারি সংস্থায় কর্মরত ছিলেন, তাঁরা তিন মাসের মধ্যে আবেদন করলে রাজ্য সরকারকে তা বিবেচনা করতে হবে।

    তবে চাকরিহারাদের অনেকেই অভিযোগ করেছেন, রাজ্য সরকার এই বিষয়ে পদক্ষেপ করতে দেরি করেছে, যার ফলে ‘যোগ্য’ বহু আবেদনকারী এখনও অনিশ্চয়তায় রয়েছেন। আবার কেউ কেউ আশঙ্কা করছেন, পুনর্বহাল হলেও তাঁদের আগের কর্মস্থল থেকে অনেক দূরের জায়গায় বদলি করে দেওয়া হতে পারে।

    জুন মাসে স্কুলশিক্ষা দপ্তরের নির্দেশে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক ডিআইদের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল আবেদনকারীদের পূর্বতন চাকরির অবস্থান, এসএসসিতে কোন স্কুলে যোগ দিয়েছিলেন, সেখানে অ্যাপ্রুভাল হয়েছিল কিনা, বেতন পেতেন কিনা, বদলি হয়েছিলেন কিনা – এই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)