চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিটে রাজভবনের অনুমতি না থাকায় থমকে গেল সাক্ষ্যগ্রহণ
দৈনিক স্টেটসম্যান | ১২ আগস্ট ২০২৫
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় আইনি জটিলতায় পড়ল তদন্ত প্রক্রিয়া। রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চার্জশিট দিলেও, রাজভবনের অনুমোদন না পাওয়ায় তা আদালতে গৃহীত হয়নি। ফলে নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখতে বাধ্য হন বিচারক। আগামী ২০ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
মঙ্গলবার ইডি আদালতে জানায়, চার্জশিটে স্যাংশন (অনুমোদন)-এর জন্য রাজভবনের কাছে প্রয়োজনীয় নথি পাঠানো হলেও এখনও তা তাদের হাতে এসে পৌঁছায়নি। সংবিধান অনুযায়ী কোনও বর্তমান মন্ত্রীর বিরুদ্ধে মামলা চালাতে হলে রাজ্যপালের অনুমোদন আবশ্যক। সেই অনুমোদন না মেলায় চার্জশিট আদালতে গৃহীত হয়নি এবং সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।
গত ৭ আগস্ট কলকাতার বিশেষ সিবিআই আদালতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। এই মামলায় বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে উঠে আসে চন্দ্রনাথ সিংহের নাম। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীর জড়িত থাকার একাধিক প্রমাণ তাদের হাতে এসেছে।
এর আগে দু’বার ইডির সমন উপেক্ষা করেন মন্ত্রী। অবশেষে ৮ আগস্ট হাজিরা দেন বীরভূমের বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ। তবে তাঁকে সেদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। ইডি সূত্রে খবর, গত ৩১ জুলাই মন্ত্রীর এবং তাঁর পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়। সেই ডাকে সাড়া না দিয়ে সময় চান মন্ত্রী। যদিও এর আগেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি।
মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা এবং মোবাইল বাজেয়াপ্ত করেছিল ইডি। তদন্তের স্বার্থে মোবাইল আনলক করতে তাঁকে ডাকা হয়েছিল বলেও জানা যায়। যদিও নির্ধারিত দুটি দিনে তিনি হাজির হননি। এদিকে চার্জশিট আদালতে গৃহীত না হওয়ায় আপাতত খানিকটা স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তবে রাজভবনের অনুমোদন এলেই ফের সক্রিয় হবে তদন্ত প্রক্রিয়া।