• 'লোকসভা ভেঙে দিন, আমরা সকলে পদত্যাগ করব,' SIR ইস্যুতে বড় দাবি অভিষেকের
    আজ তক | ১২ আগস্ট ২০২৫
  • 'লোকসভা ভেঙে দেওয়া হোক, আমরা সবাই পদত্যাগ করব।' নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গোটা দেশে SIR করুক নির্বাচন কমিশন। যদি মনে হয় ভোটার তালিকায় গড়মিল ছিল তবে গোটা দেশেই SIR করা হোক। অভিষেকের দাবি, তার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত এবং ক্যাবিনেট মন্ত্রীদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। একইসঙ্গে তিনি ২০২৪ সালের লোকসভা ভোটের সময়ে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নামে FIR দায়েরের দাবি তুলেছেন। 

    দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
    মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারারে সাংসদ। তাঁর অভিযোগ, SIR এবং 'ভোট চুরি'-র বিরোধিতায় INDIA জোটের সাংসদরা নির্বাচন কমিশন দফতর অভিযান করছিলেন। সেই অভিযানের সময়ে পুলিশ মহিলা সাংসদদের উপর অত্যাচার করেছে। অভিষেক বলেন, 'সাংসদদের নির্বাচন কমিশন পর্যন্ত যেতে অনুমতিই দেওয়া হয়নি। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে টেনে আটক করা হয়েছে। লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের বর্বরতা এবং অতি সক্রিয়তা সকলে দেখেছেন। পুলিশি অত্যাচারে আমাদের একাধিক সাংসদ অসুস্থ হয়ে পড়েছেন। এটা থেকে স্পষ্ট কমিশনের কাছে কোনও উত্তর নেই।'

    কমিশনকে তোপ
    কোন কোন প্রশ্ন কমিশনের কাছে তুলে ধরতে চেয়েছিলেন সাংসদরা? অভিষেক বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, 'আমাদের প্রশ্ন, কেন এতদিন পরও আমাদের ডিজিটাল ভোটার তালিকা দেওয়া হবে না? কেন জোর করে বিরোধী শাসিত রাজ্যগুলিতে SIR করা হবে? ভোটার তালিকায় যদি গড়মিল থেকে থাকে তাহলে তো প্রথম ধাপ হওয়া উচিত, এই ভোটার তালিকার উপর ভিত্তি করে যাঁরা নির্বাচিত হয়েছেন, সেই জনপ্রতিনিধিদের পদত্যাগ করা উচিত। এই ভোটার তালিকার উপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাহলে অবিলম্বে ক্যাবিনেট মন্ত্রীদের ইস্তফা দেওয়া উচিত।'

    অভিষেক আরও জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, একই এপিক নম্বরে একজন ভোটার গুজরাটে ভোট দিচ্ছে আবার বাংলায় এসে ভোট দিচ্ছে। কংগ্রেসও তুলে ধরেছে কীভাবে একটি ঠিকানায় এতজন করে ভোটারের নাম রয়েছে। অভিষেকের কথায়, 'এই তথ্য তো বিরোধীদের নয়, খোদ কমিশনেরই ডেটা। BJP-র তল্পিবাহক হিসেবে কাজ করছে কমিশন। ওরা নিরপেক্ষ হলে তো সমস্ত নির্বাচিত সাংসদদের সঙ্গে বসা উচিত ছিল। সদুত্তোর থাকলে কথা বলতেন, বদলে পুলিশ স্টেশনে বসিয়ে রাখলেন সাংসদদের।'

    সকলে পদত্যাগ করবেন বলে দাবি
    বাংলা থেকে একজন প্রকৃত ভোটারেরও নাম বাদ পড়লে ১ লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'BJP যে ভাষায় বোঝে সেই ভাষাতেই আমরা জবাব দেব।' নির্বাচন কমিশনের উদ্দেশে তাঁর বক্তব্য, 'এই ভোটার লিস্টে গড়মিল থাকলে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে FIR করুন। ওই ভোটার তালিকার উপর ভিত্তি করে নির্বাচিত প্রধানমন্ত্রীরও তাহলে পদত্যাগ করা উচিত। আমরা স্বাগত জানাব, গোটা দেশে SIR করুন। তাহলে আমরা সকলেই পদত্যাগ করব। BJP শুরু করুক, বিরোধী সমস্ত দলের সাংসদ পদত্যাগ করবে। লোকসভা ভেঙে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন, নতুন করে ভোট হোক।'

     
  • Link to this news (আজ তক)