• ফের নিম্নচাপের সম্ভাবনা, বুধ থেকে রবি কোথায় কেমন বৃষ্টি? 
    আজ তক | ১২ আগস্ট ২০২৫
  • ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে বাল্মিকী নগর ও জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। দক্ষিণবঙ্গে মিলতে পারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি, তবে আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে।

    আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি অনুভূত হবে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভব।

    বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    এদিকে, আজ উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা জারি রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি অব্যাহত থাকবে, সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ভারী বৃষ্টির মুখে পড়তে পারে, বৃহস্পতিবারও একই পরিস্থিতি বজায় থাকবে।


     
  • Link to this news (আজ তক)