• সুপ্রিম কোর্টে OBC মামলার শুনানি পিছিয়ে সেপ্টেম্বরে, জয়েন্টের ফল কবে?
    আজ তক | ১২ আগস্ট ২০২৫
  • ওবিসি নিয়ে মামলার শুনানি সোমবারই সুপ্রিম কোর্ট এক মাস পিছিয়ে দিয়েছে। শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিন আগামী ৯ সেপ্টেম্বর। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি শুনলেন না প্রধান বিচারপতি বিআর গাভাই।  মঙ্গলবারও এনিয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।  এক মাস পর নির্ধারিত দিনেই ওই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই জয়েন্টের ফল প্রকাশ করতে হবে রাজ্যকে, জানিয়ে দিয়েছে  শীর্ষ আদালত।

    অনগ্রসর শ্রেণির শংসাপত্র মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কুণাল মিমানি। তাতে প্রধান বিচারপতি জানান, 'মামলা শুনানির জন্য লিস্ট তো করাই আছে।' তাতে আইনজীবী জানান, এনিয়ে কলকাতা হাই কোর্ট একের পর এক নির্দেশ দিয়েই যাচ্ছে। শুনে বিরক্ত প্রধান বিচারপতি জানতে চান, 'আমরা তো হাইকোর্টকে কোনও নির্দেশ দেওয়া থেকে বিরত থাকতে বলেছি। এক কাজ করুন, আপনি আদালত অবমাননার একটা ফ্রেশ আবেদন জমা দিন।' এরপরই আইনজীবী অনুরোধ করেছিলেন মামলার দ্রুত শুনানি হোক। তাতে প্রধান বিচারপতি জানিয়ে দেন, দ্রুত শুনানি নয়।

    আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে  ওবিসি নিয়ে মামলার সম্ভাব্য শুনানি। তার আগে জয়েন্টের রেজাল্ট প্রকাশ করতে হলে হাইকোর্টের নির্দেশই মানতে হবে রাজ্যকে। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চের নির্দেশ ছিল, ২০১০ সালের পরের ওবিসিভুক্ত জনগোষ্ঠীগুলিকে তালিকা থেকে বাদ দিতে হবে। পুরনো যে ৬৬টি ওবিসি গোষ্ঠী আছে, তারাই একমাত্র বিশেষ সংরক্ষণের সুবিধা পাবেন। অর্থাৎ তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনেই।

    গত ২৮ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। সোমবার সেই মামলার শুনানি এক মাস পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ওবিসি জটের জেরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশও এত দিন ধরে আটকে রয়েছে। অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। 

    রাজ্য জয়েন্ট এট্রান্স পরীক্ষা হয়েছিল গত ২৭ এপ্রিল। তার পর তিন মাস কেটে গেলেও সেই পরীক্ষার ফলপ্রকাশ হয়নি। শেষমেশ জানানো হয়েছিল, পরীক্ষার ফল ৭ অগাস্ট ঘোষণা হবে। সেই ফল প্রকাশ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।  গত বৃহস্পতিবার জয়েন্টের নতুন মেধাতালিকা বাতিলের নির্দেশ দেয় হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। যেহেতু ওবিসি নিয়ে সব আইনি জটিলতা কাটেনি তাই ফল প্রকাশের ঠিক আগেই তালিকা বাতিলের নির্দেশ আসে।  ফলে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাই নয়, জয়েন্ট বোর্ডের নেওয়া সমস্ত পরীক্ষার ফল নিয়েও জটিলতা তৈরি হয়। এগুলির মধ্যে বিটেক, বিফার্ম, বিআর্কিটেকচার, নার্সিং, প্যারামেডিক্যাল, জয়েন্ট এন্ট্রান্স ল্যাটেরাল এন্ট্রি টেস্ট (জেইএলইট), প্রেসিডেন্সির স্নাতক ও স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। যার উপর নির্ভর করে আছে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ।

    হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায় রাজ্য। কিন্তু সেখানেও পিছিয়ে গেল মামলার শুনানি। ফলে রাজ্য এবার পুরনো নিয়ম মেনে তালিকা প্রকাশ না করলে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে লক্ষ লক্ষ পড়ুয়াদের! 
     
  • Link to this news (আজ তক)