• তৈরি হল সেন্টার ফর রিসার্চ ইন পলিসি, কমিউনিকেশন অ্যান্ড সোসাইটি, কী কী কাজ করবে এই সংস্থা?...
    আজকাল | ১২ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: 'সেন্টার ফর রিসার্চ ইন পলিসি, কমিউনিকেশন অ্যান্ড সোসাইটি' (Centre for Research in Policy, Communication and Society (CRPCS)) একটি নবগঠিত, স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান যা মূলত কলকাতাভিত্তিক। এটি সিআরপিসিএস (CRPCS) ট্রাস্টের উদ্যোগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে রবিবার, অর্থাৎ ১০ আগস্ট ২০২৫-এ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এটির প্রতিষ্ঠা হয়।

    সিআরপিসিএস (CRPCS) ইতিমধ্যেই মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করতে কাজ শুরু করেছে। গবেষণার কঠোরতা ও বাস্তবজীবনের সংশ্লিষ্টতাকে একত্রিত করে একটি কার্যকরী কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকেই সিআরপিসিএস নানা রকম আলোচনা ও কর্মশালার আয়োজন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিশিষ্ট অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক-এর এক বক্তৃতা। শান্তিনিকেতনে দুই দিনব্যাপী একটি নৃসংস্থানভিত্তিক কর্মশালা এবং গবেষণা প্রকাশনা বিষয়ক একটি কর্মশালা চলে।

    এছাড়াও, কেন্দ্রটি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেছে। যার মধ্যে রয়েছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ (একবালপুর), সৃুতি ডিসএবিলিটি রাইটস সেন্টার, 'নো ইয়োর নেইবার' এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। সিআরপিসিএস বর্তমানে ট্রানজিট এশিয়া রিসার্চ নেটওয়ার্ক (Transit-Asia Research Network (TARN)) এর সদস্য এবং একটি চলমান প্রকল্পের অংশ হিসেবে ডিটিপি পরিষেবা দোকান নিয়ে কাজ করছে। পাশাপাশি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা বারীন সাহাকে নিয়ে একটি ডিজিটাল আর্কাইভ তৈরি করছে।

    রবিবারের অনুষ্ঠানে crpcs.org নামক ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। এছাড়াও এক গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় ‘ভারতে মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের গবেষণা’ বিষয় নিয়ে। জানা গিয়েছে, এই আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক সুকান্ত চৌধুরী, অধ্যাপক তপতী গুহঠাকুরতা এবং অধ্যাপক অচিন চক্রবর্তী। আলোচনাটি সভাপতিত্ব করেন অধ্যাপক মৈনাক বিশ্বাস। প্যানেলিস্টরা ভারতের প্রেক্ষিতে মানববিদ্যা ও সমাজবিজ্ঞান গবেষণার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা করেন।

    আগামী ২২-২৩ আগস্ট ২০২৫-এ সিআরপিসিএস ‘প্রতিবন্ধিতার জন্য আইনগত সুরক্ষা ও আমাদের দায়িত্ব’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করবে। কেন্দ্রটি নবীন গবেষকদের জন্য ফেলোশিপ ও ইন্টার্নশিপের সুযোগও দিচ্ছে বলে জানা গিয়েছে। এটি গবেষণা আগ্রহীদের জন্য একটি মূল্যবান সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
  • Link to this news (আজকাল)