• ১০ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরের অদ্বৈত পাটে তৈরি হতে চলেছে পুলিশ ফাঁড়ি
    এই সময় | ১২ আগস্ট ২০২৫
  • নদিয়া জেলার শান্তিপুরের একটি ঐতিহ্যবাহী স্থান অদ্বৈত পাট। পাশ দিয়েই চলে গেছে বকখালি-ডালখোলা ১২ নম্বর জাতীয় সড়ক। দেশের অন্যতম ব্যস্ত এই রাস্তায় দিনরাত গাড়ি চলে। প্রায়শই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে এ বার নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হবে অদ্বৈত পাট এলাকায়।

    মঙ্গলবার এই পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং রানাঘাটের পুলিশ সুপার আশিস মৈজ্য। বিধায়ক তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে এই ফাঁড়ি তৈরি হবে, জানান ব্রজকিশোর।

    বিধায়ক জানান, এ বিষয়ে আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। ১২ নম্বর জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনার কথা শোনা যায় বলে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাব মেনেই তৈরি হচ্ছে পুলিশ ফাঁড়ি। কেবল জাতীয় সড়কেই নয় পুলিশ ফাঁড়ি তৈরি হলে আশেপাশের এলাকার মানুষও উপকৃত হবেন বলে জানান তিনি।

    তবে এই ফাঁড়ির নাম এখনও ঠিক হয়নি। রানাঘাটের পুলিশ সুপার জানান, ফাঁড়ি তৈরি হয়ে গেলে নাম ঠিক হবে। এই ফাঁড়ি তৈরি হওয়ার পরে এলাকায় টহলদারি আরও বাড়বে। এর ফলে অপরাধমূলক কাজ অনেকটা কমবে বলে মনে করছেন পুলিশ সুপার।

  • Link to this news (এই সময়)