• স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশি পাটজাত পণ্য আসায় নিষেধ
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে পাটজাত পণ্য ভারতে আসতে পারবে না। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। একমাত্র নাভা শেভা সমুদ্রবন্দর হয়েই সেই পণ্য এদেশে আসতে পারবে। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে বাণিজ্য মন্ত্রকের আওতায় থাকা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড। তারা জানিয়েছে, ব্লিচ করা বা ব্লিচ না করা অবস্থায় থাকা চটে বোনা কাপড়, জুট টুইন, দড়ি, কর্ডেজ, বস্তা, ব্যাগ প্রভৃতি ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদে জানান, পশ্চিমবঙ্গের স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি বন্ধ আছে। তাঁর প্রশ্ন ছিল, পাটের তৈরি পণ্যের অবাধে আমদানি কেন চলবে এদেশে? তা কেন বন্ধ হবে না? তিনি উল্লেখ করেন, আমদানি করা কম দামি ওই পাটজাত পণ্য এরাজ্যের পাট চাষি, শ্রমিক ও মিলগুলির ক্ষতি করছে। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন।
  • Link to this news (বর্তমান)