নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের শেষ ম্যাচে বিএসএফের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়েছিল মহমেডান স্পোর্টিং। এবার কলকাতা লিগেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল সাদা-কালো ব্রিগেড। সোমবার কল্যাণী স্টেডিয়ামে সাদার্ন সমিতিকে ২-১ গোলে হারাল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন ম্যাক্সিওন ও শুভেন্দু মল্লিক। সাদার্নের হয়ে একমাত্র গোলটি সোয়েল আলি ওয়াহাবের। উল্লেখ্য, ঘরোয়া লিগে ৬ ম্যাচ পর জয়ের মুখ দেখল মহমেডান। এর মধ্যে পাঁচটিতে হেরেছিল তারা। তবে রবিবার এই জয়ের সুবাদে লিগ টেবিলে দশম স্থানে উঠে এল রেড রোডের ক্লাবটি। এদিকে, সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে অনুমতি না মেলায় এখনই ময়দানে ফিরছে না ঘরোয়া লিগের ম্যাচ। বুধবার ক্লাবের মাঠে মেসারার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল মোহন বাগানের। সেই ম্যাচটি হবে নৈহাটি স্টেডিয়ামে।