পার্ক স্ট্রিটের একটি নামী ক্যাফে থেকে চুরি গিয়েছিল এক ব্যক্তির মোবাইল ফোন ও ল্যাপটপ-সহ ব্যাগ। চুরির সেই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত এক অ্যাংলো-অস্ট্রেলীয় তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সে ভারতীয় নাগরিক। লালবাজার জানিয়েছে, ধৃত তরুণীর নাম কনডেস ব্রাউন। তার বাড়ি নিউ মার্কেট থানা এলাকার মির্জ়া গালিব স্ট্রিটে। সোমবার সকালে তাকে ওই বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। কনডেসকে এ দিনই আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, বিবেক কৌশিক নামে দিল্লির এক বাসিন্দা নিজের কাজে কলকাতায় এসেছিলেন। রবিবার দুপুরে পার্ক স্ট্রিটের ওই ক্যাফেতে কফি খেতে যান তিনি। বেরোনোর আগে নিজের ব্যাগটি চেয়ারে রেখে বিল মেটাতে কাউন্টারে যান বিবেক। ফিরে এসে তিনি দেখেন, তাঁর মোবাইল, ল্যাপটপ, প্যান কার্ড, আধার কার্ড-সহ সেই ব্যাগ উধাও। এর পরেই বিবেক পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই ওই ক্যাফের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই তাঁরা দেখতে পান, এক তরুণী ব্যাগটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এক পুলিশ অফিসার জানান, তদন্তকারীরা ওই তরুণীকে দেখেই চিনতে পারেন। আগেও একই ভাবে ব্যাগ চুরি করে পুলিশের হাতে আটক হয়েছিল সে। তদন্তকারীরা তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও খোঁজ মিলছিল না। এ দিন সকালে তদন্তকারীরা ওই তরুণীর বাড়ির খোঁজ পান। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, ওই তরুণী বিভিন্ন রেস্তরাঁয় ক্রেতা হিসাবে যেত। তার পরেই সুযোগ বুঝে ব্যাগ বা মোবাইল নিয়ে পালাত।