• জীবন বিমা নিগমের আধিকারিক পরিচয়ে ব্যাঙ্ক জালিয়াতি, ধৃত দুই
    আনন্দবাজার | ১২ আগস্ট ২০২৫
  • জীবন বিমা নিগমের আধিকারিক বলে মিথ্যা পরিচয় দিয়ে প্রায় ৮৪ লক্ষ টাকা ব্যাঙ্ক জালিয়াতির মামলায় রণব্রত চক্রবর্তী ও কৌশিক ঘোষ নামে দুই অভিযুক্তকে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করল পুলিশ।

    আদালত সূত্রের খবর, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে ওয়াটগঞ্জ থানা এলাকার খিদিরপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১৪ জনকে ৮৩ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। কিন্তু ওই ১৪ জন ঋণের কিস্তির টাকা দেননি। ব্যাঙ্ক থেকে তাঁদের খোঁজ শুরু হয়। কিন্তু হদিস পাওয়া যায়নি। এর পরে ব্যাঙ্কের তরফে পুলিশে এফআইআর দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রণব্রত ও কৌশিক এই জালিয়াতি-চক্রের মূল পান্ডা। কিন্তু দু’জনেই আর একটি জালিয়াতির মামলায় জেল হেফাজতে রয়েছে। এর পরে আদালতের অনুমোদন নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার পরে তাদের ‘শোন অ্যারেস্ট’ (একটি মামলায় হেফাজতে থাকা অভিযুক্তকে আর একটিমামলায় গ্রেফতার করা) করা হয়। সোমবার ওই দু’জনকে আদালতে পেশ করা হয়।

    সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য বলেন, ‘‘ওই ১৪ জনকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ব্যাঙ্কে নিয়ে গিয়েছিল অভিযুক্তেরা। ব্যাঙ্কের কাছে নিজেদের জীবন বিমা নিগমের আধিকারিক বলে পরিচয় দেয় তারা। এর পরে ভুয়ো নথি পেশ করে ওই ১৪ জনকে ঋণ পাইয়ে দেওয়া হয়। যা থেকে আর্থিক ভাবে লাভবান হয় রণব্রত ও কৌশিক। যদিও ওই ১৪ জনের হদিস মেলেনি। ঋণের কিস্তিও জমা পড়েনি। এ বিষয়ে জানতে ওই দু’জনকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন।’’

    অভিযুক্তদের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, ‘‘এ ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন। নথি যাচাই না করেই ঋণ দেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠতে পারে।’’ দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক ২৩ অগস্ট পর্যন্ত দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (আনন্দবাজার)