• খর রোদে রেড রোডে কুচকাওয়াজ, অসুস্থ বহু স্কুলপড়ুয়া
    আনন্দবাজার | ১২ আগস্ট ২০২৫
  • চড়া রোদে কুচকাওয়াজের মহড়া চলাকালীন অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা। সোমবার সকালে ওই মহড়া চলছিল রেড রোডে। প্রশাসন সূত্রের খবর, মহড়া চলাকালীন ৩০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে নিয়ে গিয়ে স্যালাইনও দিতে হয়। যদিও লালবাজারের তরফে এ নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। পুলিশ শুধু জানিয়েছে, আগামী কাল, ১৩ তারিখ মহড়ার সময় সকাল সাড়ে ৮টায় এগিয়ে আনা হয়েছে। প্রতি বারেই স্বাধীনতা দিবসের আগে স্কুলের পড়ুয়াদের নিয়ে মহড়া চলে। তবে, এমন ঘটনা এর আগে ঘটেনি বলেই সূত্রের খবর।

    কলকাতা এবং উত্তরবঙ্গ-সহ একাধিক জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা আগামী ১৫ অগস্ট সকালে রেড রোডে কুচকাওয়াজে যোগ দেবে। সেই মতো জেলার স্কুলের পড়ুয়াদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। তারা জানাচ্ছে, গত এক সপ্তাহ ধরেই মহড়া চলছে। সকাল-সকালই তারা হাজির হচ্ছে রেড রোডে। কলকাতার একটি স্কুলের অসুস্থ হয়ে পড়া কয়েক জন ছাত্রী জানিয়েছে, এ দিন সকাল ১০টায় মহড়া শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী সকাল সাড়ে ৮টায় তারা পৌঁছে গিয়েছিল রেড রোডে। মহড়া শুরু হয় সকাল সাড়ে ১০টায়। কিছু ক্ষণ মহড়া চলার পরেই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এমনকি, দু’জন পুলিশকর্মীও অসুস্থ বোধ করতে থাকেন। চিকিৎসকদের দাবি, প্রবল গরমে মহড়া দিতে গিয়ে শরীরে জলশূন্যতা তৈরি হয়েছিল। তার জেরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে।

    অসুস্থ পড়ুয়াদের এসএসকেএম এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ দিন হাসপাতালে পৌঁছে দেখা যায়, পড়ুয়াদের অনেকেরই অবস্থা কাহিল। তাদের স্যালাইন দেওয়া হচ্ছে। মালদহের একটি স্কুলের এক শিক্ষক জানালেন, অসুস্থ পড়ুয়াদের দেখে অন্য পড়ুয়ারাও ঘাবড়ে যায়। যদিও তাঁরা স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দেওয়ার পরেই ফিরবেন বলে জানালেন ওই শিক্ষক। তিনি বলেন, ‘‘স্যালাইন দেওয়ার পরে পড়ুয়ারা সুস্থ। তবে দুর্বলতা রয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)