• বিজেপি নেতার মৃত্যুতে চাঞ্চল্য বারুইপুরে
    আনন্দবাজার | ১২ আগস্ট ২০২৫
  • বিজেপির বুথ সভাপতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। গত শনিবার বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি রাজীব বিশ্বাসকে (২২) বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে বেধড়ক মারধর করা হয় রাজীবকে। সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁর। রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাস মারধর করেন বলে অভিযোগ। অভিযুক্ত দু’জনই তৃণমূল সমর্থক বলে দাবি বিজেপির। সোমবার সন্ধ্যায় নিতাইকে গ্রেফতার করেছে পুলিশ।

    বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, “রাজীব বিজেপি করতেন বলে ওঁঁর তৃণমূল সমর্থক বাবা ও ভাই ওঁকে মারধর করে মেরে ফেলেছেন। ওঁর জমি দখল করে নেওয়াও উদ্দেশ্য ছিল। পুলিশকে জানিয়েছি। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।” ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি অর্চনা ভৌমিক বলেন, “এটা সম্পূর্ণ ওঁদের পারিবারিক গোলমাল। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পুলিশকে বলব, কেউ অপরাধ করে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক।”

    জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে সে দিন ওই বাড়িতে গোলমাল হয় বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)