• ফের নিম্নচাপের ভ্রূকুটি! রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৫
  • নিরুফা খাতুন: ফের নিম্নচাপের ভ্রূকুটি। রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। উত্তাল হবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

    হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার, ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। এদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর, চণ্ডিগড়, শাহজাহানপুর, লখনউ, গোরখপুর, দ্বারভাঙ্গা এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বাড়বে।

    মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। এদিন ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কমবে।
  • Link to this news (প্রতিদিন)