আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ ভেসে উঠল বাংলাদেশে
বর্তমান | ১২ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ ভেসে উঠল বাংলাদেশে। বালুরঘাট শহরের রঘুনাথ মন্দিরের ঘাটে গত রবিবার বিকেলে ওই ছাত্র তলিয়ে গিয়েছিল। গতকাল, সোমবার ডুবুরি নামিয়ে বালুরঘাট শহর সহ অনেক জায়গায় খোঁজ চালায় পুলিস। কিন্তু দিনভর খোঁজ মেলেনি। অবশেষে বাংলাদেশের পত্নীতলা থানার নাজিপুর এলাকায় থেকে খবর আসে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। এদিকে আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। যার ফলে ছাত্রটি তলিয়ে গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে গিয়েছে। যা টের পায়নি বিএসএফ-বিজিবি। বাংলাদেশের পত্নীতলা থানার পুলিস ছাত্রের দেহটি উদ্ধার করেছে।সেখানকার পুলিসের সঙ্গে যোগাযোগ করছে বালুরঘাট থানা। দ্রুত দেহ ফেরানোর দাবিতে বাংলাদেশ পুলিস ও বিজিবির সঙ্গে কথা বলছে বিএসএফ ও বালুরঘাট থানা। এই বিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন, দেহ ফেরানোর সবরকম প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিস সূত্রে খবর, মৃত ছাত্রের নাম কৃতিবান বর্মন। বাড়ি বালুরঘাটের মিলন সঙ্ঘ এলাকায়। সে রবিবার বন্ধুর কাছে সাঁতার শিখতে জলে নেমেছিল। এরপর সে তলিয়ে গেলে বাকি বন্ধুরা পালিয়ে যায় বলেই অভিযোগ। ঘণ্টা দুয়েক ধরে নদীর ধারে ব্যাগ, মোবাইল ও সাইকেল দেখে স্থানীয়রা বুঝতে পারে। তখনই খোঁজ শুরু হয় ওই ছাত্রের।