সাগরে কালই ফের তৈরি হবে নিম্নচাপ! মঙ্গলে পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, লাল সতর্কতা...
আজকাল | ১২ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগামিকাল, বুধবার, ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন। হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণে। দিল্লির ওপর দিয়ে বর্তমান মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বরেলি, লখনউ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
বঙ্গের জেলায় জেলায় ফের প্রবল দুর্যোগের সম্ভাবনা। মৌসম ভবন জানাচ্ছে, মঙ্গলবার প্রবল দুর্যোগ উত্তরবঙ্গের জেলায় জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। তিন জেলায় কমতা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এই দুই জেলার বেশকিছু জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা। আরও বেশকিছু জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার উত্তরদিনাজপুরে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা।
মঙ্গলের পর বুধেও জারি থাকবে দুর্যোগ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭-২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা, জারি কমলা সতর্কতা। বুধে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে জারি থাকবে হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা এই তিন জেলায়।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পরিমাণ উত্তরের তুলনায় কম। দক্ষিণের পাঁচ জেলায় এদিন হলুদ সতর্কতা জারি।। হাওয়া অফিসেত আপডেট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড় বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ফের বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে কিছুটা বেশি এবং স্বাভাবিকের চেয়েও বেশকিছুটা বেশি। মঙ্গলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা ছিল ৩৩.৬। স্বাভাবিকের চেয়েও সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রির চেয়েও কিছুটা বেশি। মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ পরিস্কার, রোদ। তবে হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলে শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হবে দিনের বেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার নানা অংশে।