• জরিমানা দিতেই হাততালি, হুল্লোড়! এসি লোকালে এই যাত্রী না চাইতেই হয়ে গেলেন সেলিব্রিটি...
    আজকাল | ১২ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবারই হয়েছিল উদ্বোধন। রানাঘাট–শিয়ালদহ এসি লোকাল ট্রেনের। আর আজ সোমবার যাত্রীদের নিয়ে সেই ট্রেন ছুটল। এসি লোকালে উঠে আনন্দিত যাত্রীরা। তবে প্রথম দিনই রানাঘাট–শিয়ালদহ এসি লোকালে বিনা টিকিটে এক যাত্রী ধরা পড়লেন। নির্দিষ্ট অঙ্কের জরিমানাও গুণতে হল তাঁকে। এসি লোকালে আরও কড়া নজরদারি চলবে। এমনই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

    পূর্ব ভারতে প্রথম এসি লোকাল সোমবার সকালে নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে রানাঘাট স্টেশন থেকে ছাড়ে। রানাঘাট স্টেশনে সকাল থেকেই এই ট্রেনের সওয়ারি হওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা ছিল দেখার মতো। টিকিট কেটে যাত্রীরা ট্রেনে ওঠেন। রানাঘাট স্টেশন থেকে সকাল ৮টা ২৯ মিনিটে ওই ট্রেন ছাড়ে। নির্ধারিত স্টেশনগুলিতে ট্রেন থামলে যাত্রীরা ওঠানামাও করেন। তবে তার মধ্যেই তাল কাটল। কারণ, প্রথম দিনেই এসি লোকাল থেকে ধরা পড়লেন বিনা টিকিটের এক যাত্রী।

    জানা গিয়েছে ওই যাত্রীর নাম রোশন সিং। বিনা টিকিটে ওই যাত্রী ট্রেনে উঠেছিলেন। টিকিট পরীক্ষক তাঁর টিকিট দেখতে চান। তখন তিনি টিকিট পরীক্ষককে এড়িয়ে অন্য কামরায় যাওয়ার চেষ্টা করেন। তাঁর আচরণে সন্দেহ হওয়ায় পাকড়াও করা হয়। দেখা যায়, তিনি টিকিট কাটেননি। এরপরই তাঁর থেকে ২৮০ টাকা  জরিমানা নেওয়া হয়। টিকিট কেটে যাত্রার বিষয়ে কেন ওই যাত্রীর মধ্যে সচেতনতা এল না? সেই প্রশ্ন উঠেছে। এসি ট্রেনের প্রতিটি কামরায় টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকছে। আগামী দিনে আরও নজরদারি বাড়বে বলে রেল সূত্রে জানানো হয়েছে। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ডাউন ট্রেনে অর্থাৎ রানাঘাট থেকে শিয়ালদহমুখী ট্রেনে এই লোকটি উঠেছিলেন। যেহেতু এসি লোকাল আজ সোমবার প্রথমদিন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল সেজন্য তাঁর থেকে সর্বনিম্ন ফাইন নেওয়া হয়েছে।

    এদিন এসি লোকালে রানাঘাট–শিয়ালদহ সওয়ার ছিলেন ২৫০০–র মতো যাত্রী। যদিও ট্রেনে আসন সংখ্যা ১১২৫ এর মতো। আগামী দিনে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে রেলের আশা। রানাঘাট থেকে শিয়ালদহ এসি লোকালের ভাড়া যাত্রীপিছু ১২০ টাকা। এই ট্রেনেও সামনে পিছনে দু’টি লেডিজ কামরা আছে। অনলাইনে এবং কাউন্টার থেকে এই টিকিট পাওয়া যাবে। মেট্রোর মতোই এক কামরা থেকে অন‌্য কামরায় যেতে পারবেন যাত্রীরা। এছাড়াও থাকছে অন‌্যান‌্য সুবিধা। প্রতিটি কোচে তিনজনের স্টেইনলেস স্টিলের আসন রয়েছে। এছাড়াও কোচে আছে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম।

    জানা গেছে, রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকালের মাসিক ভাড়া (মান্থলি) ২,২০০ টাকা। প্রতিদিন সকালে ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এই ট্রেন। ফিরতি ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধে ৬টা ৫০ মিনিটে। আর দৈনিক টিকিট কাটলে রানাঘাট থেকে শিয়ালদহ পড়বে ১২০ টাকা। রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত স্টেশন ২৪টি। মধ্যবর্তী স্টেশন ২২টি। সব স্টেশনে অবশ্য থামবে না এই ট্রেন। থামবে মধ্যবর্তী ন’টি স্টেশনে। চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগর। মোট সময় ১০৩ মিনিট। অর্থাৎ, ১ ঘন্টা ৪৩ মিনিট। সাধারণ ট্রেনে যা লাগে ১ ঘন্টা ৫১ মিনিট। 



     
  • Link to this news (আজকাল)