আর জি করের নির্যাতিতার মায়ের কীভাবে আঘাত লাগল? উত্তর খুঁজছে কলকাতা পুলিশ
প্রতিদিন | ১২ আগস্ট ২০২৫
স্টাফ রিপোর্টার: আর জি করের নির্যাতিতার মায়ের আঘাত কোথায় লাগল? কীভাবেই বা আঘাত লাগল? সেই বিষয়ে ধন্দে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, নির্যাতিতার মায়ের মাথায় আঘাত লাগার কোনও ফুটেজ এখনও পুলিশের হাতে এসে পৌঁছয়নি বলে খবর। পার্ক স্ট্রিটে পৌঁছনোর আগেই তাঁর মাথায় আঘাত ছিল কি? এবার ফুটেজ দেখে পুলিশ সেই প্রশ্নের উত্তর পেতে চাইছে। আউট্রাম রোড ধরে হেঁটে আসার সময় তাঁর মাথায় আঘাত লাগতে পারে। সেই সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না।
শুধু তাই নয়, নির্যাতিতার মায়ের হাতের শাঁখা ভেঙে ফেলার ফুটেজও পায়নি পুলিশ। ফলে তাঁর শাখা কোথায় ও কীভাবে ভাঙল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু পুলিশের লাঠিতে তিনি আহত হয়েছেন, এমন কোনও তথ্য ও প্রমাণ এখনও পর্যন্ত পুলিশের কাছে আসেনি। এমনকী, অন্য কোনও মহল ফুটেজের ভিত্তিতে এই দাবিও করেনি পুলিশের কাছে। তবে তদন্তের খাতিরে প্রয়োজনে নির্যাতিতার মা ও বাবার সঙ্গে কথাও বলতে পারে পুলিশ।
নবান্ন অভিযানের সময় পার্ক স্ট্রিটে তাঁকে ‘ফেলে মারা হয়েছে’। এমনই অভিযোগ করেছেন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, পুলিশের লাঠিতে তিনি আহত হয়েছেন। তাঁর শাঁখা ভেঙেছে। এই ব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি ঠিকই। তবে লালবাজারের কর্তাদের নির্দেশে পুলিশ আধিকারিকরা এই ব্যাপারে তদন্ত শুরু করেছেন। পুরো ঘটনাটি দেখতে পুলিশ সিসিটিভির ফুটেজ, বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ, বিভিন্ন ব্যক্তির তোলা মোবাইলের ভিডিও ফুটেজ ও ডিউটিতে থাকা পুলিশকর্মী এবং আধিকারিকদের বডি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। লালবাজারের সূত্র জানিয়েছে, তাঁর আঘাত লেগেছে। কিন্তু কীভাবে ও কোথায় লেগেছে, তা নিয়ে দেখা দিয়েছে ধন্দ। বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে নির্যাতিতার মা ও বাবাকে ডোরিনা ক্রসিং থেকে আউট্রাম রোড হয়ে পার্ক স্ট্রিটের দিকে আসতে দেখা যায়। সেখানে তাঁদের আটকানো হয়। আউট্রাম রোড ধরে হাঁটার সময় কোনও ধস্তাধ্বস্তি হয়নি। তখন কোনওভাবে তাঁর কপালে আঘাত লাগে ও আঘাত নিয়েই তিনি পার্ক স্ট্রিটে আসেন কি না, সিসিটিভির ফুটেজ দেখে তা খতিয়ে দেখা হচ্ছে।
পার্ক স্ট্রিটে অল্প জায়গার মধ্যে ধস্তাধ্বস্তি হয়। পিছনে পার্ক স্ট্রিট ফ্লাইওভারও দেখা যাচ্ছে। নির্যাতিতার মা সারাক্ষণ কোনও না কোনও ক্যামেরায় ছিলেন। তিনি একাধিক জায়গায় সংবাদ মাধ্যমকে ‘বাইট’ দিয়েছেন বা তাঁর বক্তব্য রেখেছেন। কোন ‘বাইট’-এ তাঁর কপালে আঘাতের চিহ্ন রয়েছে, তা দেখা হচ্ছে। একটি ফুটেজে শুধু দেখা গিয়েছে তিনি কপালে হাত দিচ্ছেন। কিন্তু সেই ফুটেজের ধারেকাছে কোনও পুলিশকে দেখা যায়নি। কীসের আঘাতে তিনি আহত হলেন? তাই নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।