• মমতার ঘোষণা মতো জগন্নাথ ধামের পর এবার ‘দুর্গা অঙ্গন’ নির্মাণে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা
    দৈনিক স্টেটসম্যান | ১২ আগস্ট ২০২৫
  • বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। দিঘার জগন্নাথ ধামের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘দুর্গা অঙ্গন’ নির্মাণে উদ্যোগী হয়েছে নবান্ন। বাংলার এই নতুন সাংস্কৃতিক কেন্দ্র বা দর্শনীয় স্থান নির্মাণে সোমবারই সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। রাজ্যের পর্যটন দপ্তর এবং হিডকো যৌথভাবে এই ‘দুর্গা অঙ্গন’ নির্মাণ করবে বলে জানা গিয়েছে।

    গত ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ‘দুর্গা অঙ্গন’ তৈরির ঘোষণা করেন। এর পরেই তৃণমূল কংগ্রেসের ‘দুর্গা-প্রীতি’ নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দল বিজেপি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জয় মা দুর্গা’, ‘জয় মা কালী’ বলে বক্তব্য শুরু করেছিলেন। মোদীর হঠাৎ ‘জয় শ্রীরাম’ ছেড়ে ‘দুর্গা’ এবং ‘কালী’র প্রতি ভক্তির মধ্যে যথেষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে ধারণা করে রাজনৈতিক মহল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১-এর মঞ্চ থেকে বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেন। তাঁর দাবি, ঠেলায় না-পড়লে বেড়াল গাছে ওঠে না! তার পরেই মঞ্চে উঠে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ‘দুর্গা অঙ্গন’ তৈরির ঘোষণা করেন।

    প্রসঙ্গত, বিজেপি নেতারা বারবার তৃণমূলের বিরুদ্ধে ‘তোষণে’র রাজনীতির অভিযোগ তুলে আসছেন। রাজ্যে দুর্গাপুজোর বিসর্জন, সরস্বতী পুজোয় ‘বাধা’ দেওয়া হয় বলেও অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই প্রসঙ্গ টেনে এ দিন মমতা বলেন, ‘অসমে কালীর মন্দির ভেঙে দিলেন। বাংলায় এটা হলে কী করতেন? আগে বলতেন, মমতা দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেন না। এখন ভোটের সময় কালী-দুর্গার কথা মনে পড়ল। মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথ ধাম যেমন করেছি, তেমনই তার অনুকরণে দুর্গা অঙ্গন করে দেব। সারা বছর যাতে মানুষ দেখতেপারেন সবটা।

    জানা গিয়েছে, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম সোমবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে অরূপ বলেন, ‘ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘‘দুর্গা অঙ্গন’’ তৈরির ঘোষণা করেছিলেন। আজ ক্যাবিনেট বৈঠকে সেটা পাস হয়েছে। একটি ট্রাস্ট তৈরি হবে। ট্রাস্টের সদস্যদের নাম পরে জানিয়ে দেওয়া হবে।’

    অরূপ বিশ্বাস আরও বলেন, দিঘার মন্দিরের মতো একটি দর্শনীয় স্থান হবে আমাদের বাংলায়। এই মন্দির নির্মাণের বাজেট কত হবে এবং কোথায় তা নির্মাণ করা হবে, তা দ্রুত সিদ্ধান্ত নেবে রাজ্য মন্ত্রিসভা।

    রাজনৈতিক শিবিরের একাংশের মতে, বিজেপির সঙ্গে ‘হিন্দুত্বের প্রতিযোগিতা’য় কোনও ছাড় দিতে চান না মমতা। এর আগে জগন্নাথ ধাম তৈরি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায়। এখন ‘দুর্গা অঙ্গন’ কোথায় তৈরি হবে, সেই নিয়ে শুরু হয়েছে চর্চা। বিষয়টির মধ্যে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)