নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচ কোটির টাকার উপর সোনা হাতানোর অভিযোগে পোস্তা থানার পুলিস রবিবার এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে। সোমনাথ দেশমুখ নামে ধৃতকে সোমবার ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে হাজির করা হয়। বিচারক জামিনের আবেদন নাকচ করে তাঁকে ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
সরকারি কৌঁসুলি দীপনারায়ণ পাকড়াশি আদালতে বলেন, এই বিপুল টাকার সোনা কোথাও লুকিয়ে রাখা হয়েছে, না কি তা কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি পুলিস তদন্তে নেমে মনে করছে, এই ঘটনায় একটি চক্র জড়িত। সেই চক্রের খোঁজ চলছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দোকান কর্মচারী দীর্ঘদিন ধরে একটু একটু করে সোনা হাতাচ্ছিলেন। পরে দোকানের তরফে মজুত থাকা সোনার স্টক মেলাতে গিয়েই বিষয়টি ধরা পড়ে। তখনই জানা যায় চুরি করা সোনার মূল্য পাঁচ কোটি টাকার উপর। এরপর দোকান মালিকের তরফে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। অভিযুক্ত কর্মচারীর সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই পুলিসে অভিযোগ দায়ের হয়।