নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণা ও জালিয়াতির ঘটনা ঘটল কলকাতায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেয়ার স্ট্রিট থানার পুলিস সোনু গুপ্তা নামের এক এজেন্টকে গ্রেপ্তার করেছে। লালবাজার সূত্রে এই খবর জানা গিয়েছে।
আনন্দপুর থানার এক অভিজাত আবাসনের বাসিন্দা দীপশিখা চক্রবর্তী লিখিত অভিযোগে পুলিসকে জানিয়েছেন, ‘২০২৩ সালে বিমা সংস্থার এজেন্ট নিখিলরঞ্জন কুমারের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয় সোনুর। অভিযুক্ত সোনু আসলে মিউচুয়াল ফান্ডের এজেন্ট। নিখিলের কথায় ভরসা করেই তিনি দেশের একটি গাড়ি নির্মাতা সংস্থার মিউচুয়াল ফান্ডে ১৪ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন’।
বিনিয়োগের প্রামাণ্য নথি হিসেবে সোনু দীপশিখা চক্রবর্তীকে বেশ কিছু নথিপত্র দিয়েছিলেন। কিন্তু টাকার প্রয়োজন পড়ায় দীপশিখা দেবী ওই মিউচুয়াল ফান্ড ভাঙাতে গিয়ে দেখেন, সেগুলি জাল। এরপরই তিনি হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় হেয়ার স্ট্রিট থানার পুলিস গত মার্চের গোড়ার দিকে দুই অভিযুক্ত সোনু গুপ্তা এবং নিখিলরঞ্জন কুমারের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, জাল নথিকে আসল বলে চালানো, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তকারীরা মিউচুয়াল ফান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। দীপশিখাদেবীর বিনিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখে সংস্থাটি পুলিসকে জানিয়ে দেয়, ‘ওই নথি জাল। ১৪ লক্ষ টাকার বিনিয়োগ হয়নি’। দীপশিখাদেবী বিনিয়োগের জন্য এজেন্টকে টাকা দিলেও ওই টাকা কোম্পানিতে জমা পড়েনি।
এরপর জিজ্ঞাসাবাদের জন্য মূল অভিযুক্ত সোনুকে নোটিস পাঠিয়ে তলব করে থানা। কিন্তু তদন্তে সহযোগিতা না করায় ৮ আগস্ট রাতে হেয়ার স্ট্রিট থানার পুলিস সোনুকে গ্রেপ্তার করে। কলকাতা পুলিসের সূত্র জানাচ্ছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস এই চক্রের বাকি সদস্যদের হদিশ পেতে চাইছে।