নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেক্সপিয়র সরণি থানা এলাকার বিভিন্ন বাড়ি ঢুকে এসি ও ফ্রিজ সহ বিভিন্ন যন্ত্র থেকে তামার চুরির অভিযোগে পুলিস আগেই গ্রেপ্তার করেছিল দুই অভিযুক্তকে। পুলিস হেফাজতে থাকা ধৃতদের লাগাতার জেরা করে পুলিস রবিবার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে এই চুরির পান্ডাকে গ্রেপ্তার করল। এনিয়ে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল তিন। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ১৮ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
এদিন কোর্টে সরকারি আইনজীবী বলেন, ধৃতের মাধ্যমেই এই চোরাই তামা বিক্রি করা হতো খোলা বাজারে। পরে বিক্রির টাকা ভাগ করা হতো। এদিন ধৃতের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। তাতে সরকারি কৌঁসুলি বলেন, জামিন পেলে অভিযুক্ত চম্পট দিতে পারে। শেষে বিচারক ধৃতের জামিন বাতিল করে দেন।