• এয়ারপোর্ট এলাকার হোটেলে বিএসএফ জওয়ানের মৃত্যু
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এয়ারপোর্ট থানা এলাকার একটি হোটেল থেকে উদ্ধার বিএসএফ জওয়ানের মৃতদেহ। সোমবার সকালে ঘরের তালা ভেঙে দেহ উদ্ধার করে পুলিস। মৃতের নাম মঙ্গল ঢিলন (৪৩)। দিল্লিতে বিএসএফের কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। পুলিস সূত্রে খবর, ৩ আগস্ট এয়ারপোর্ট চত্বরের ওই হোটেলে এসে ওঠেন মঙ্গল। তবে গত দুদিন ধরে তাকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। শুধু তাই নয়, খাবার‌ও অর্ডার করেননি তিনি। তাতেই সন্দেহ হয় হোটেল কর্মীদের। এদিন পুলিসকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিস এসে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিস। ঘরের বিছানাতেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিএসএফ জওয়ানকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে এয়ারপোর্ট থানার পুলিস। হোটেলের ঘর থেকে একাধিক মদের বোতল উদ্ধার করেছেন তদন্তকারীরা। প্রাথমিক হতে পুরুষের অনুমান অত্যধিক মদ্যপানের জেরে এই তো হয়েছে জওয়ানের।
  • Link to this news (বর্তমান)