ভিআইপি গাড়ি পার্কিংয়ের জন্য নয়া ব্যবস্থা বিমানবন্দরে, যাত্রীদের জন্য পৃথক চ্যানেল
বর্তমান | ১২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিআইপি গাড়ি দাঁড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা তৈরি হয়েছে কলকাতা বিমানবন্দরে। দু’টি পর্যায়ে এই ব্যবস্থা করা হয়েছে। যদি ভিআইপি গাড়ি দীর্ঘ সময়ের জন্য পার্কিং করতে হয়, সেক্ষেত্রে বিমানবন্দরের পুরনো টার্মিনাল বিল্ডিংয়ের সামনে দাঁড়াতে পারবে। আর অল্প সময়ের জন্য পার্কিং করতে হলে, বিমানবন্দরের মূল টার্মিনাল বিল্ডিংয়ের সামনে পৃথক করিডরে দাঁড়াতে পারবে। সাধারণত দেখা যায়, বিমানবন্দরে ভিআইপি গাড়ি দাঁড়িয়ে থাকলে পিছনে অন্য গাড়ি হর্ন দিতে থাকে, তার জেরে পরিস্থিতি অন্য আকার নেয়। একারণেই ভিআইপি গাড়ি পার্কিংয়ের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে। ফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলেই অভিমত কর্তৃপক্ষের। বিধাননগর পুলিস কমিশনারেটের ট্রাফিকের উদ্যোগে এই নয়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, বিমানবন্দরের ভিতরে গাড়ি যাতায়াতের জন্য পৃথক দু’টি চ্যানেল করেছে ট্রাফিক পুলিস। ১ ও ২ নম্বর চ্যানেল দিয়ে গাড়ি করে বিমানযাত্রীরা যাতায়াত করতে পারবেন। তৃতীয় চ্যানেল দিয়ে বড় গাড়ি এবং ট্রলি নিয়ে ওঠানামা করা যাবে। সোমবার থেকে এই চ্যানেল ব্যবস্থা কার্যকর হয়েছে বিমানবন্দরে। এখন পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এর মধ্যে যাত্রীদের মতামত নেওয়া হবে। চ্যানেল করার ফলে কী সুবিধা হয়েছে, কতটা অসুবিধা হচ্ছে, সবই খতিয়ে দেখা হবে। তারপর পাকাপাকিভাবে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে ট্রাফিক পুলিস।