• ৪৫ মিনিটের বৃষ্টিতেই জলের তলায় দমদম থেকে হলদিরাম, চরম দুর্ভোগ
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বিধাননগর: সোমবার দুপুরে প্রায় ৪৫ মিনিটের তুমুল বৃষ্টি। তাতে জলমগ্ন হল দমদম, বরানগর, হলদিরাম সহ বিস্তীর্ণ এলাকা। ভিআইপি রোড থেকে দক্ষিণ দমদমের গুরুত্বপূর্ণ রাস্তা, অলিগলি, আবাসন চত্বরে হাঁটু থেকে কোমরসমান জল দাঁড়িয়ে যায়। স্কুল, অফিস ছুটির সময় এই অবস্থায় তীব্র ভোগান্তির শিকার হয় মানুষ। যানজটে ট্রাফিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। বিধাননগর সিটি পুলিসকেও সমাজমাধ্যমে সতর্কতার বার্তা দিয়ে পোস্ট করতে হয়। শহরবাসী বলছেন, অল্প সময়ে এত পরিমাণ বৃষ্টি তাঁরা বহু বছর দেখেননি। কোনওদিন জল জমে না, এমন জায়গাতেও হাঁটুসমান জল দাঁড়িয়ে যায়।

    এদিন দুপুর তিনটে নাগাদ প্রবল বৃষ্টি শুরু হয় দমদমে। প্রায় ৪৫ মিনিট ধরে বৃষ্টির পর আবার রোদ বের হয়। বরানগরে গোপাল লাল ঠাকুর রোড থেকে আলমবাজারের দিকে প্রায় ২০ মিনিট বৃষ্টি হয়েছে। ন’পাড়ার দিকে ৪৫ মিনিট ধরে প্রবল বৃষ্টি হয়। এর জেরে দমদম রোডের মতিঝিল, প্রাইভেট রোড, ঘোষপাড়া সহ বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমরসমান জল দাঁড়িয়ে যায়। এছাড়া পিকে গুহ রোড, সাতগাছি, দেবীনিবাস সহ বহু এলাকা জলমগ্ন হয়। প্রচুর বাড়ি ও দোকানে জল উঠে যায়। স্কুলফেরত পড়ুয়া থেকে অভিভাবক, অফিসকর্মীরা তীব্র ভোগান্তির শিকার হন। দমদম আন্ডারপাসে নাগেরবাজারমুখী লেনে জল জমে আটকে পড়ে একটি বেসরকারি রুটের বাস।  রাজারহাট-গোপালপুরের কিছু জায়গাতেও একই পরিস্থিতি হয়। তবে রাত আটটার পর জল বহু জায়গা থেকে নেমে যায়। এদিন ভিআইপি রোডের হলদিরাম এলাকায় হাঁটু থেকে কোমরসমান জল দাঁড়িয়ে যায়। কলকাতা এবং এয়ারপোর্টমুখী রাস্তার দুই দিকের লেনে জল জমে যাওয়ায় যান চলাচল কার্যত থমকে যায়। দু’পাশের সার্ভিস রোডেও একই অবস্থা। ফলে রাস্তা দিয়ে গাড়ি গেলে বড় বড় ঢেউয়ের ধাক্কায় জল কোমরের উপরে উঠে যায়। উত্তর দমদম সহ আশপাশের এলাকায় বৃষ্টি হলেও দমদমের তুলনায় তা অনেকটাই কম ছিল।
  • Link to this news (বর্তমান)