• রাস্তার ধারে ব্যান্ডেজে মোড়া কাটা পা, আতঙ্ক উস্তির গ্রামে
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার ধারে ঝোপ থেকে উদ্ধার হল একটি কাটা পা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উস্তি থানার সরাচিতে। এই নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়। কীভাবে এল এই অংশটি এবং সেটি কার, কেউ খুন করে দেহ টুকরো করে ফেলে দিয়েছে কি না- ইত্যাদি নানা প্রশ্ন ঘিরে শোরগোল পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিসকে খবর দিলে তারা এসে কাটা পা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার জানান, উদ্ধার হওয়া ওই পা ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে সেটি রাস্তার ধারে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

    জানা গিয়েছে, ব্যান্ডেজ বাঁধা অবস্থায় পা-টি পড়েছিল। পুলিস প্রথমে ওই অঙ্গটিকে উদ্ধার করে পরীক্ষা করে। ওই পায়ের সঙ্গে একটি স্টিকার আটকানো ছিল। তাতে লেখা নম্বরের ভিত্তিতেই পুলিস খোঁজখবর শুরু করে। পরে তারা জানতে পারে, হাসপাতালে কোনও রোগীর অস্ত্রোপচারের পর পা বাদ দেওয়া হয়েছিল। এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শও নিয়েছেন তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন হল, সেই পা রাস্তায় কীভাবে এল? জানা গিয়েছে, মগরাহাটের ধামুয়ায় একটি মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট আছে। যে সংস্থাটি এর দায়িত্বে, তারা হাসপাতাল থেকে এইসব বর্জ্য সংগ্রহ করে সেখানে নিষ্কাশনের জন্য ফেলত। অনুমান করা হচ্ছে যে, ওই সংস্থা গাড়িতে বর্জ্য নিয়ে যাওয়ার সময় কোনওভাবে পা-টি রাস্তায় পড়ে যায়। কিন্তু কোন হাসপাতাল থেকে এই কাটা অংশ আবর্জনার গাড়িতে তোলা হয়েছিল, তা এখনও জানা যায়নি। অতিরিক্ত পুলিস সুপারের কথায়, এই নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। কারও কোনও গাফিলতির কারণে এমনটা হল কি না, সেটাও খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)