সংবাদদাতা, কল্যাণী: গত কয়েকদিন ধরে প্রায় রোজ বাড়ছে ভাগীরথীর জল। সেই সঙ্গে চলেছে নদী ভাঙন। ফলে নদীর জল গ্রামের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। সব মিলিয়ে চিন্তায় রয়েছে চাকদহ থানার কল্যাণী ব্লকের চাদুড়িয়া-২ পঞ্চায়েতের স্যান্যালচরের মালোপাড়া এবং বিশ্বাসপাড়া গ্রামের প্রায় দুশো পরিবার। প্রয়োজন ছাড়া ওই এলাকার অধিকাংশ পরিবারের লোকজন বাড়ির বাইরে বেরতে পারছেন না। গ্রামের রাস্তায় জল জমেছে। যাঁরা প্রয়োজনে বাইরে যাচ্ছেন, তাঁদেরকে হাঁটু জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে।
দীর্ঘদিন থেকে স্যান্যালচরের বিভিন্ন জায়গায় ভাগীরথীর ভাঙন শুরু হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমি, খেলার মাঠ এবং রাস্তা নদীগর্ভে চলে গিয়েছে। সোমবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, এলাকার মানুষের চোখে, মুখে আতঙ্কের ছাপ। সোমবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা পরিদর্শনও করা হয়। সারা বছর কম-বেশি ভাঙন লেগেই থাকে এই এলাকায়। ভাঙন রোধে গত বছর কিছু এলাকায় বালির বস্তা ফেলা হয়েছিল। তবে কাজের কাজ কিছু হয়নি। প্রশাসন সব কিছু জেনেও কিছুই করেনি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান পম্পা চৌধুরী বিশ্বাস বলেন, ভাগীরথী নদীর জল বাড়ছে। গ্রামের প্রায় দুশো বাড়ি জলমগ্ন। তাদের মধ্যে একটি পরিবার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। জলমগ্ন এলাকায় আমাদের নজর রয়েছে। প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। নিজস্ব চিত্র