• রাজ্জাক খুনে গ্রেপ্তার আরও ১
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিস। ধৃতের নাম এবাদুল মোল্লা ওরফে জামাই। তাঁর বিরুদ্ধে অস্ত্র সরবরাহ এবং খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। রাজ্জাক খুনের পরই এবাদুল তাঁর পৈত্রিক ভিটে চকমরিচা ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন বাগুইআটি থানার হাতিয়াড়া এলাকায় গা ঢাকা দিয়েছিলেন ওই যুবক। রবিবার রাতে বাড়ি ফিরতেই পুলিস তাঁকে গ্রেপ্তার করে। এই নিয়ে রাজ্জাক খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁর পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)