নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মোহনপুরে একটি মেস বাড়ি থেকে এক যুবকের পচাগলা, ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জুবের খান (২৩) নামে ওই যুবকের বাড়ি বিহারে বলে জানতে পেরেছে পুলিস। রবিবার ঘটনাটি নিয়ে শোরগোল পড়ে যায় ওই অঞ্চলে। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সারা রাজ্য তো বটেই, এমনকী বিহার, উত্তরপ্রদেশের ছাত্রছাত্রীরাও এখানে এসে মেসবাড়ি ভাড়া নিয়ে থাকেন। মোহনপুর পঞ্চায়েতেও এরকমই একটি মেস বাড়ি থেকে ওইদিন দুর্গন্ধ বের হলে স্থানীয় বাসিন্দারা মোহনপুর থানায় খবর দেন। পুলিস এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কয়েকদিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মোহনপুর থানার পুলিস। তারা সব দিক খতিয়ে দেখছে।