• উদ্ধার ১৪ মোটরবাইক, গ্রেপ্তার তিন
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: গত কয়েকমাস ধরে ডায়মন্ডহারবার পুলিস জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোটরবাইক চুরির ঘটনা ঘটছিল। কখনও বাড়ির বাইরে দাঁড়ানো মোটরবাইক, কখনও গ্যারাজ থেকে নকল চাবি লাগিয়ে বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। বজবজ, বিষ্ণুপুর, কালীতলা আশুতি, ডায়মন্ডহারবার, ফলতা, উস্তি, মগরাহাট, মহেশতলা, পুজালি থানা এলাকা থেকে চুরি যাওয়া ওইসব মোটরবাইকের মালিকরা বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেন।

    সোমবার সন্ধ্যায় মহেশতলা থানায় মোটরবাইক চুরি চক্র নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য দেন ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার মিতুন দে। তিনি বলেন, একটি বড় চক্র এই চুরির পিছনে সক্রিয়। রবিবার রাত পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত আপাতত তিনজনকে ধরা হয়েছে। উদ্ধার হয়েছে ১৪টি মোটরবাইক। এর সঙ্গে আরও অনেকে যুক্ত। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এদের জাল ছড়িয়ে আছে। তিনি বলেন, আমাদের এসওজি টিম এবং থানার তদন্তকারী অফিসাররা পরিশ্রম করে পর্যায়ক্রমে এই সব দামি মোটরবাইক উদ্ধার করেছেন। আইনি কাজ শেষ হলে মালিকদের হাতে মোটরবাইকগুলি তুলে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)