নিজস্ব প্রতিনিধি, বারাসত: জয়েন্ট বিডিওর পরিচয় ভাঙিয়ে আর্থিক প্রতারণা। ঘটনাটি বারাসত ১ নম্বর ব্লকের। অভিযোগ, তাঁর পরিচয় ব্যবহার করে কাজ পাইয়ে দেওয়ার নাম করে একাধিকজনের কাছ থেকে নেওয়া হয় মোটা টাকা। ব্লক প্রশাসনের কাছে খবরটি পৌঁছতেই অভিযোগ দায়ের হয়েছে থানায়। তদন্ত শুরু করেছে বারাসত সাইবার সেল। যত দিন যাচ্ছে ততই প্রতারণার কৌশল বদলাচ্ছে। ফোনের ওটিপি বা ডিজিটাল অ্যারেস্ট যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিএলওদের নিয়ে নির্বাচনী প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে রাজ্যজুড়ে। এই আবহে প্রাক্তন বিএলওদের টার্গেট করেছেন প্রতারকরা। বারাসত ১ ব্লকের বেশ কয়েকজন সাধারণ মানুষ ও প্রাক্তন বিএলওকে ফোন করেছেন প্রতারকরা। ভোটের সময়ে এক থেকে দু’মাসের জন্য কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। মূলত জয়েন্ট বিডিওর নাম করে এই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই খবর পৌঁছয় বারাসত ১-এর বিডিও রাজীব দত্তচৌধুরীর কাছে। তিনি দত্তপুকুর থানায় বিষয়টি জানিয়েছেন। এনিয়ে বিডিও রাজীব দত্তচৌধুরী জানিয়েছেন, জয়েন্ট বিডিওর নাম করে বেশ কয়েকটি প্রতারণা হয়েছে। আমি দত্তপুকুর থানায় জানিয়েছি। কিছু কথোপকথন, স্ক্রিনশটও থানাতে দিয়েছি।