নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বেহাল রাস্তা এবং নিকাশি মেরামত করার দাবিতে সোমবার সন্ধ্যায় বারাকপুর শহরের ব্যস্ত রাস্তা এস এন ব্যানার্জি রোড অবরোধ করলেন বিজেপির নেতাকর্মীরা। এর ফলে পথচলতি মানুষকে বিপুল সমস্যায় পড়তে হয়। তীব্র যানজট সৃষ্টি হয় বারাকপুর স্টেশন রোড চত্বরে। সপ্তাহের প্রথম কাজের দিন সন্ধ্যাবেলা এই অবরোধে মানুষ নাকাল হয়ে পড়েন। গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। পুোরো স্টেশন চত্বরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।