সংবাদদাতা, কাঁথি: প্রতি বছরের মতো এবারও পুজোমণ্ডপে থিমের বাহারে দর্শনার্থীদের চমক দিতে তৈরি মারিশদার সপ্তর্ষি ক্লাব। এবারের থিম ‘সবুজায়ন’। সোমবার ক্লাবের ৪৬তম বর্ষের দুর্গোৎসব উপলক্ষ্যে খুঁটিপুজো সাড়ম্বরে হয়ে গেল। এদিন পুরোহিতের উপস্থিতিতে ঢাকঢোল, কাঁসর-ঘণ্টা বাজিয়ে, শঙ্খধ্বনির মাধ্যমে খুঁটিপুজো হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক গৌরীশঙ্কর মিশ্র, গৌতম গিরি, গণদেব দাস, গৌতম মিশ্র সহ এলাকার বাসিন্দারা। ক্লাবের সভাপতি রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
সপ্তর্ষি ক্লাব সারাবছরই মানবসেবায় নানা কর্মসূচি নিয়ে থাকে। তবে তাদের মূল আয়োজন হল দুর্গোৎসব। দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশেই সপ্তর্ষি ক্লাবের আয়োজনে পুজোমণ্ডপ ও প্রতিমা দর্শনে মারিশদা সহ আশপাশের এলাকার বহু মানুষ ভিড় জমায়।
ক্লাবের কর্মকর্তারা জানান, সবুজায়ন অর্থাৎ বৃক্ষরোপণ করলে পরিবেশ এবং মানবজীবনে কী প্রভাব পড়ে, অপরদিকে বৃক্ষচ্ছেদন করলে কী প্রভাব পড়ে, তা মণ্ডপে নানা চিত্র ও আলোকমালার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। মূলত মণ্ডপে আগত মানুষকে পরিবেশ সম্পর্কে বিশেষভাবে সচেতন করতে এই থিম তুলে ধরা হচ্ছে। প্রতিবারের মতো এবারও থাকছে সাবেকি ঘরানার প্রতিমা আর নয়নাভিরাম আলোকসজ্জা। পুজোর দিনগুলিতে বিনামূল্যে চিকিৎসা শিবির, চক্ষুপরীক্ষা শিবির, বয়স্কদের বস্ত্রদান করা হবে। মহানবমীর দিন পাঁচ হাজার মানুষকে অন্নভোগ বিলি করা হবে। এছাড়াও রয়েছে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সবুজায়নের লক্ষ্যে উৎসবের মধ্যেই মারিশদা সহ আশপাশের এলাকায় ১০০টি গাছ লাগানো হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। -নিজস্ব চিত্র